স্কুলের বন্ধুদের সঙ্গে একটি থিরেটার গ্রুপ তৈরি করেন মধুরিমা। গ্রুপটির নাম 'মরমিয়া'। সল্টলেকের থিয়েটার গ্রুপ। এখনও সেই থিয়েটার গ্রুপের সঙ্গে কাজ করছেন মধুরিমা। তিনি বললেন, “আমরা খুব মজা করে কাজ করি। সেটাকে কখনও থিয়েটার গ্রুপ বলে ভাবি না। সবসময় ভাবি, পরিবার। আর ওয়েব সিরিজ় কিংবা বড় পরদায় কাজ করার অভিজ্ঞতাও একেবারে আলাদা বলতে পারেন।”
অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সময় অনেকে তাঁকে বলেছিল, থিয়েটারের পেশায় গিয়ে কত অর্থ উপার্যন করতে পারবেন ? অনেকে বাধাও দিয়েছিল। কিন্তু, শেষমেশ নিজের প্যাশনকেই প্রোফেশন করতে সক্ষম হয়েছেন মধুরিমা।
শ্রী ভেঙ্কটেশের অডিশন সম্পর্কে মধুরিমা বলেন, “সবসময় অডিশন একরকম হয় না। আস্তে লেডিজ়ের অডিশনের গল্পটা একটু বলি। একেবারে অন্যরকম ছিল। আমাকে পিনাকিদা যেহেতু আগে থেকে চিনতেন। তাই বললেন, যে চল তোকে আমি ডিরেক্টরের সঙ্গে সরাসরি আলাপ করিয়ে দিই। অভিজিৎদার (পরিচালক) সঙ্গে যখন পরিচয় করি দেখি খুব গুরুগম্ভীর একজন লোক। আমাকে বলেন, তোমার যা মনে হয় করে দেখাও। আমার থিয়েটারের নলেজ থেকে যেটুকু মনে হয়েছিল, সেটুকু করি। আমার মনে আছে, তারপর আমরা অনেকক্ষণ বসে আড্ডা মেরেছিলাম। ইট ওয়াজ় নট অ্যান অডিশন, সেই অর্থে।”
আস্তে লেডিজ়ে মধুরিমার সঙ্গে অভিনয় করছেন সায়নী ঘোষ এবং সন্দীপ্তা। রয়েছেন সৌরভ দাসও। ৯টি এপিসোড রয়েছে ওয়েব সিরিজ়টির।