পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : এখন কী করছেন একসময়ের ক্ষুদে শিল্পী অরিত্র দত্ত বণিক ? - one to one

অরিত্র দত্ত বণিক । সেই ছোটো ছেলে । 2003 সাল থেকে অভিনয় জগতে কাজের শুরু । তবে রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ অ্যাঙ্কর হিসেবে কাজ করে দর্শকের মন কাড়ে অরিত্র । এরপর দেখা গেছে বিভিন্ন বাংলা ধারাবাহিক ও ছবিতে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি । সেই শিশুশিল্পী অরিত্র কী করছেন আজ ? তিনি এখন বাংলা ছবিতে এডিটর ও কালারিস্ট হিসেবে কাজ করছেন । অরিত্রর সঙ্গে সরাসরি কথা বলল ETV ভারত সিতারা ।

অরিত্র দত্ত বণিক

By

Published : Jul 9, 2019, 8:33 AM IST

Updated : Jul 11, 2019, 6:46 PM IST

কলকাতা : 2008 সালে প্রথম 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁকে দিয়ে অভিনয় করিয়েছিলেন রাজ চক্রবর্তী । এরপর একে একে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'চ্যালেঞ্জ', 'হাঁদা অ্যান্ড ভোঁদা', 'লে ছক্কা', 'কানামাছি', 'লাভেরিয়া'-তে অভিনয় করেছেন অরিত্র ।

তিনি এখন আর সেই ছোটো অরিত্র নেই । সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন সোসিয়োলজি অনার্সে । একই বিষয়ে স্নাতকোত্তর করারও ইচ্ছে রয়েছে তাঁর । এছাড়াও, প্রাইভেটে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক পাস করেছেন ।

এবছরের এপ্রিল মাসে অভিমুন্য মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবি 'গুগলি'তে অভিনয় করতে দেখা গিয়েছে অরিত্রকে । নিজের পরিচিত অভিনয় থেকে বেরিয়ে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চান অরিত্র ।

অনেক পরিচালককেই দেখা গিয়েছে, অতীতে এডিটিং এবং কালার কারেকশনের একটা ইতিহাস আছে । তাহলে কি অরিত্র আগামীদিনে পরিচালক হতে চান ? উত্তরে অরিত্র বলেন, "এই মুহূর্তে আমার পরিচালনা করার খুব একটা ইচ্ছা নেই । কেননা, ফিল্মমেকারের আসল কাজ গল্প বলা । আমার গল্প বলার প্রতি আগ্রহ নেই । আমার যেটা ভালো লাগে, সেটা হল মোশন পিকচারের নেপথ্যে যে প্রযুক্তি আছে, সেটা । সেটা সাউন্ড হতে পারে, কম্পিউটার গ্রাফিক্স হতে পারে বা কালার সায়েন্স হতে পারে । তাই আমি যে ফিল্ম মেকার হব, সেই ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। তবে বলতে পারব না সেই ইচ্ছে বুড়ো বয়সে হবে কিনা ।"

ছোট্ট অরিত্রকে দর্শক তো মিস করে। তাঁর অভিনয়ের মধ্যে পাগলামিগুলো এখনও জনপ্রিয় । তবে সুযোগ পেলে বা নিজেকে সেভাবে তৈরি করতে পারলে অন্য়রকম চরিত্রেও কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অরিত্র ।

ETV ভারত সিতারাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কী কী জানালেন তিনি ? দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 11, 2019, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details