কলকাতা, 2 জানুয়ারি :অংশুমান প্রত্যুষের পরিচালনায় 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক 'সাথী'৷ আর এই ধারাবাহিকে এবার এক নতুন জুটিকে দেখতে চলেছে বাঙালি দর্শক । টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের বাচ্চু অর্থাৎ অনুমিতা দত্ত এবং টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু ৷ 'রাশি', 'গোয়েন্দা গিন্নি', 'দেবীপক্ষ', 'আমলকি', 'পাণ্ডব গোয়েন্দা'-সহ একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ইন্দ্রজিৎ বসু । সম্প্রতি শেষ হয়েছে 'ধ্রুবতারা'৷ সেখানেও নেগেটিভ এবং পজিটিভ দুই শেডেই দর্শকমনে প্রভাব ফেলেছেন ইন্দ্রজিৎ । ওদিকে অনুমিতা দত্ত অভিনয় করেছেন 'পাণ্ডব গোয়েন্দা'তে । এই দুই অভিনেতা এবার জুটি বাঁধছেন 'সাথী' ধারাবাহিকে (Anumita Dutta shares her thoughts on the upcoming serial Sathi) ।
'সাথী'-র চরিত্র নিয়ে জানতে চাইলে অনুমিতা জানান, "সুমেধা একজন বাবলি ক্যারেক্টারের মেয়ে । সে ছোটবেলাতেই বাবা-মাকে হারায় । আশ্রমের কর্ণধার আনন্দ ঠাকুরের কাছে বড় হয় সুমেধা । তাঁকেই সুমেধা বাবা বলে ডাকে । সেই আনন্দ ঠাকুরই সুমেধাকে নাম দেয় বৃষ্টি । সুমেধার কাছে আনন্দ ঠাকুর এবং আশ্রমের বাচ্চারাই সব । সে সাবলম্বী এবং মনে করে ভালবাসা দিয়েই সব কিছু জয় করা যায় ।" ইন্দ্রজিৎ বসুর সঙ্গে কাজ করতে পেরে কেমন লাগছে, জানতে চাইলে অনুমিতা বলেন, "ইন্দ্রজিৎদা বহুদিন ধরে কাজ করছে । আমি সেই জায়গায় নতুন । ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভাল লাগছে । অনেককিছু শেখার আছে ওঁর কাছে । সবথেকে বড় কথা ভীষণ ভাল মানুষ ইন্দ্রদা ।"
প্রসঙ্গত, 'পাণ্ডব গোয়েন্দা' চলাকালীন অনুমিতার ফ্যান ফলোয়ার ছিল আকাশছোঁয়া । আর 'সাথী' শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে অনুমিতার ছবি । একইসঙ্গে ইন্দ্রজিতের ফ্যান ফলোয়ার নিয়ে কথা তোলা বাতুলতা মাত্র । দুজনের নতুন জুটি নিয়ে বেশ খুশি নেট দুনিয়া । এই ব্যাপারে অনুমিতার বক্তব্য, "বাচ্চু চরিত্রটা আমার কাছে শুধু একটা মেগা সিরিয়ালের ক্যারেক্টার নয়, বাচ্চু আমার কাছে ইমোশন । আমার প্রথম কাজ ছিল ওটা । প্রথম সবকিছুই স্পেশাল হয় । বাচ্চু চরিত্রটা আমাকে দর্শকের কাছে খুব আপন করে তুলেছে । অনেক ভালবাসা পেয়েছি । এর জন্য আমি কৃতজ্ঞ দর্শকের কাছে । আর 'সাথী' শুরু হওয়ার আগেই দর্শকের মধ্যে যে এক্সাইটমেন্ট আমি দেখছি তাতে উৎসাহ এবং কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে । "