কলকাতা, 9 জানুয়ারি : যে গান তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, সেই গানের লাইন ধার করেই অনুরাগীদের কোভিড আক্রান্তের খবর দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty tested positive for COVID) ৷ সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখলেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷" দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷
বি-টাউন হোক বা টলিউড ইন্ড্রাষ্টি ৷ দেশের সঙ্গে পাল্লা দিয়ে সিনেজগতের তারকারাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন ভাইরাসে ৷ গতকালই অরিজিত সিং'য়ের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিল অনুরাগীরা ৷ 24 ঘণ্টা না কাটতেই এবার মারণ ভাইরাসের কোপে ইমন চক্রবর্তী ৷ তবে যেভাবে তিনি তার নিভৃতবাসে থাকার খবরটি অনুরাগীদের দিলেন, তা নজর কেড়েছে নেটাগরিকদের ৷