পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা - দোল উৎসব

সামনেই দোল উৎসব (Holi in Television) ৷ বিভিন্ন উৎসবের মতোই এটিও পালিত হবে টেলিভিশনে (Holi 2022) ৷ নানা অনুষ্ঠানে রংয়ের খেলায় মাতবেন শিল্পীরা (Bengali programs to celebrate festival of colour) ৷

holi-in-television-bengali-programs-to-celebrate-festival-of-colour
টেলিভিশনে রঙের খেলা, রইল তালিকা

By

Published : Mar 14, 2022, 1:05 PM IST

কলকাতা, 14 মার্চ: যে কোনও উৎসব অনুষ্ঠানে মেতে উঠতে টেলিভিশনের জুড়ি মেলা ভার । উৎসব পার হয়ে গেলেও মানুষের মনে বেশ কিছুদিন তার রেশ বজায় রাখতে টেলিভিশনের বিকল্প নেই ৷ সামনেই দোল উৎসব (Holi in Television) ৷ তাই নানা রংয়ে রঙিন হতে চলেছে বিভিন্ন বাংলা চ্যানেল (Bengali programs to celebrate festival of colour) ৷

প্যানডেমিক, অসুস্থতা আর মনখারাপের গ্লানি পেরিয়ে আসছে আরও এক ফাগুন পূর্ণিমা । এই তিথিতে দর্শককে রংয়ের খেলায় মাতিয়ে তুলতে টিভির পর্দায় থাকছে বিপুল আয়োজন (Holi celebration in Television)। আগামী 18-20 মার্চ টানা 3 দিন রংয়ের উৎসব পালনে এক জনপ্রিয় চ্যানেলে সকাল 7টায় –“গুড মর্নিং আকাশ”, দুপুর 1.30টায় “রাঁধুনি”, বেলা 2.05 এ “দুপুরের মেগা মুভি”, সন্ধে 6.30টায় “মেয়েদের ব্রতকথা”, রাত 8টায় “কাঞ্চি” এবং রাত্রি 8.30টায় “পুলিশ ফাইলস্‌”-এ থাকবে রংয়ের খেলা । তিনদিন জুড়েই চলবে দোলের জমজমাট পর্ব (Holi 2022)।

গুড মর্নিং আকাশ-এ হাজির হবেন সৌম্য, ঋষি, অর্পিতা, অন্বেষা, সোনালী । রবিবার 20 মার্চ সকাল 7-10:30টা পর্যন্ত ।

টেলিভিশনে দোল

18 মার্চ 'রাঁধুনি'র অতিথি অর্কদীপ মিশ্র এবং মকব্দিরা কর্মকার । তাঁরা রাঁধবেন 'দোল স্পেশাল মাটন'। সঞ্চালনায় রূপসা চক্রবর্তী ।

দুপুরের মেগা মুভিতে 18 তারিখ তাপস পাল, শতাব্দী রায় অভিনীত 'অঙ্গার'। 19 তারিখ উত্তম-সুলক্ষণা অভিনীত 'বন্দি'। 20 মার্চ তাপস পাল, মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, অয়ন অভিনীত 'দাদার কীর্তি'।

আরও পড়ুন:Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ

ওদিকে 'মেয়েদের ব্রতকথা'য় 'মা ষষ্ঠী'তেও থাকবে দোলের চমক । গল্পের ব্যাপারে চ্যানেল জানিয়েছে, মাধবকে পরাজিত করে মায়া ষষ্ঠীতলার মাটি নিয়ে গিয়ে ইন্দ্রকে খাওয়াতেই শচীর তুকতাকে অসার হয়ে যাওয়া জমিদার ইন্দ্র ফিরে পায় তার চলন শক্তি । তারা সপরিবারে ফিরে আসে জমিদার বাড়িতে এবং কাঁধে তুলে নেয় রাজকার্যের ভার । কিন্তু প্রজারা তাদের ভুলে অনুতপ্ত এবং ইন্দ্র ফিরে আসায় ততধিক খুশি । তাই তারা ঠিক করেছে দোল পূর্ণিমার দিনই হবে ইন্দ্রের পুনরায় রাজ্যাভিষেক । কিন্তু মাধব ও শচীরাও বসে থাকার মানুষ নয় । সমগ্র ভৈরবপুর যখন মেতে উঠেছে রংয়ের উৎসবে, আনন্দ ধারা যখন বইছে প্রজাদের মনে মনে, ভক্তি ভরে যখন প্রজারা আবির ও সম্মান নিবেদন করছে তাদের জমিদারকে, পুরোহিতের মন্ত্র শুদ্ধিতে হচ্ছে যখন জমিদারের পুনরায় অভিষেক, তখনই বিষ মিশ্রিত আবির ইন্দ্রকে মাখিয়ে দিতে যায় শচী, আশীর্বাদস্বরূপ । এরপর কী হয় সেটাই দেখার ।

রঙের খেলা টিভিতে

'কাঞ্চী' ধারাবাহিকে দর্শক দেখবেন প্রশান্ত দোলের দিন শান্তিনিকেতনে এসে পৌঁছয় । দোলের অনুষ্ঠানে মেতে ওঠে পুরো শান্তিনিকেতন । মিনিও শান্তিনিকেতনে দোল উৎসব পালন করতে আসে । প্রশান্তকে মনে মনে ভাল লাগে মিনির । প্রশান্তর মনে কি মিনি জায়গা করে নেবে ? উত্তর মিলবে দোল উৎসবেই ।

'পুলিশ ফাইলস'-এ 18 মার্চ দেখবেন 'রক্তের হোলি'। মগরা থানা এলাকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে 'রক্তের হোলি'। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবাশিস ঘোষাল । পরিচালনায় সুদীপ্ত ঘটক ।

আরও পড়ুন:Bollywood divas Stunning Hat Looks : ছবিতে দেখুন বলিসুন্দরীদের টুপির প্রতি ভালবাসার কিছু নমুনা

এগুলি ছাড়াও দোল ঘিরে আরও নানা রঙের অনুষ্ঠান আসছে দর্শকের মনোরঞ্জনের জন্য । দোল ঘিরে 'মন ফাগুন', 'গাঁটছড়া', 'মিঠাই', 'মন মানে না'র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতেও থাকবে দারুণ সব চমক ।

ABOUT THE AUTHOR

...view details