পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সংগীতশিল্পী রাজন মিশ্র - করোনায় আক্রান্ত

পণ্ডিত রাজন মিশ্র 4-5 দিন ধরে করোনার সঙ্গে লড়ছিলেন ৷ রবিবার সকালে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয় ৷ তাতে শিল্পীর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে ৷ তাঁকে ভেন্টিলেটরে দেওয়ার প্রস্তুতি চলাকালীন দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ এর পর সন্ধে সাড়ে ছটা নাগাদ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি ৷

রাজন মিশ্র
রাজন মিশ্র

By

Published : Apr 26, 2021, 6:53 AM IST

নয়া দিল্লি, 26 এপ্রিল : বিগত কিছু দিনে করোনা কেড়ে নিয়েছে একের পর এক শিল্পীর প্রাণ ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল পদ্মভূষণপ্রাপ্ত সংগীতশিল্পী রাজন মিশ্রর ৷ করোনায় আক্রান্ত হয়ে দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 70 বছর ৷

পরিবার সূত্রের খরব, পণ্ডিত রাজন মিশ্র 4-5 দিন ধরে করোনার সঙ্গে লড়ছিলেন ৷ রবিবার সকালে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয় ৷ তাতে শিল্পীর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে ৷ তাঁকে ভেন্টিলেটরে দেওয়ার প্রস্তুতি চলাকালীন দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ এর পর সন্ধে সাড়ে ছটা নাগাদ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি ৷

পণ্ডিত রাজন মিশ্রর প্রয়াণে শোক জ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে শোক প্রকাশ করেছেন গায়িকা লতা মঙ্গেশকর ৷

আরও পড়ুন :কোভিড ত্রাণে গম্ভীরের এনজিও-কে 1 কোটি টাকা দান অক্ষয়ের

ছবি সৌজন্যঃ @Master Saleem

ABOUT THE AUTHOR

...view details