কলকাতা : এবার হিন্দিতে রিমেক করা হবে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার তৈরি 'কুসুমদোলা' ধারাবাহিক । এই ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন শৈবাল মুখার্জি ও লীনা গাঙ্গুলি । শোনা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকটির সঙ্গেও যুক্ত থাকবেন লীনা ।
'কুসুমদোলা'-র মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল মধুমিতা সরকার, ঋষি কৌশিক এবং অপরাজিতা ঘোষ দাসকে । সম্প্রতি লীনার আরেকটি ধারাবাহিক 'শ্রীময়ী'-এর হিন্দি রিমেক 'অনুপমা' দেখানো হচ্ছে । পরিকাঠামো এক হলেও অনেক ক্ষেত্রেই বদলানো হয়েছে 'অনুপমা'-র চিত্রনাট্যের । গুজরাতি শাহ পরিবারের গল্প দেখানো হচ্ছে সেখানে । তাই বাংলা থেকে অনেকটাই আলাদা এই ধারাবাহিকের চরিত্ররা । 'কুসুমদোলা'-র রিমেকের ক্ষেত্রেও সেটা হবে কি না তা সময়ই বলবে ।