কলকাতা : "তুই কোথায় যাবি?", হ্যাঁ এই ভাষাতেই এক প্রাইভেট ক্যাবের ড্রাইভার প্রশ্ন করেন স্বস্তিকাকে। নিজের তিলজলার বাসস্থান থেকে শুটিং স্পট 'দসানি ২'-তে যাচ্ছিলেন অভিনেত্রী। সেখানেই শুটিং হয় ধারাবাহিক 'বিজয়িনী'-র। আর VIP বাজার পেরিয়ে যাওয়ার পরই ড্রাইভারের অন্য় ভাবমূর্তি ধরা পড়ল তাঁর সামনে। স্বস্তিকার হাত ধরে রীতিমতো টানাটানি করে সেই ড্রাইভার। মাঝপথেই ক্যানসেল করে দেয় স্বস্তিকার বুকিং।
Exclusive : ট্যাক্সিচালকের হাতে হেনস্থা, মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা - Swastika
গত কয়েকদিন ধরেই বেশ কিছু ঘটনা সামনে আসছে খবরের পাতায়, যেখানে দেখা যাচ্ছে রাতের কলকাতা আর নিরাপদ নেই। সেটা উষসী সেনগুপ্ত হোক বা জিতু কমল। তবে এবার আর রাতের কলকাতা নয়, দিনে দুপুরেই হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। ETV ভারত সিতারার সামনে মুখ খুললেন অভিনেত্রী।
বিজয়িনী
স্বস্তিকা বলেন, "আমার এখনও সেই সময়ের কথা ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে।" এমনকি ক্যামেরার সামনে কথা বলতে বলতেও কেঁপে উঠছিলেন তিনি।
ক্যাবে ওঠার পর থেকে যা যা হয়েছে তার বিবরণ দিলেন স্বস্তিকা। শুনে নিন ভিডিয়োতে...