পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মথুর'-এর জন্য আইবুড়োভাতের আয়োজন 'রাণী রাসমণি'-র সেটে

বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খেতে দেখা গেল গৌরবকে । ধারাবাহিক 'রাণী রাসমণি'-র সেটেই তাঁর জন্য আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল । আসলে ধারাবাহিকের টিমের সবাই মিলেই এই আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে ।

sdf
sdf

By

Published : Nov 24, 2020, 9:01 AM IST

কলকাতা : টলিপাড়ায় এখন বিয়ের মরসুম । বিয়ে করতে চলেছেন একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন দেবলীনা কুমার ও গৌবর চট্টোপাধ্যায় । শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসে চলেছেন এই তারকা জুটি । আর তার আগে জমিয়ে আইবুড়োভাত খেতে দেখা গেল গৌরবকে ।

আইবুড়োভাত খাওয়ার মুহূর্ত

বোনের বিয়েতে নাকি গৌরবের সঙ্গে আলাপ হয়েছিল দেবলীনার । তারপর থেকেই একে অপরকে ডেট করছেন তাঁরা । অবশেষে এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে চলেছে এই তারকা জুটি । এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরই এনিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায় । আর হবে নাই বা কেন মহানায়ক উত্তম কুমারের নাতির বিয়ে বলে কথা । তা নিয়ে একটি গুঞ্জন হওয়া খুবই স্বাভাবিক বিষয় ।

গোটা টিমের সঙ্গে

আর বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খেতে দেখা গেল গৌরবকে । ধারাবাহিক 'রাণী রাসমণি'-র সেটেই গৌরবের জন্য আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল । আসলে ধারাবাহিকের টিমের সবাই মিলেই এই আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে ।

আইবুড়োভাতের এলাহি আয়োজন

গৌরবের আইবুড়োভাত উপলক্ষ্যে সেটের মধ্যেই এলাহি আয়োজন করা হয়েছিল । মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে ডাল, আলুভাজা, তরকারি, চিংড়ি মাছ, পোলাও, মটন, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, দই । সাজিয়ে গুছিয়ে কাঁসার থালায় করে সব পরিবেশন করা হয় পরদার মথুরের সামনে ।

.

তবে শুধু খাবারই আয়োজন করা হয়নি । খাওয়ার আগে গৌরবকে আশীর্বাদ করেন সৌরভ সাহা অর্থাৎ পরদার গদাই ঠাকুর ।

মথুরবাবুকে আশীর্বাদ করছেন গদাই ঠাকুর

এছাড়া আইবুড়োভাত খাওয়ার ঠিক আগের মুহূর্তে টিমের সবার সঙ্গে হাসি মুখে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে গৌরবকে । আর এই সব ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি ।

আইবুড়োভাত খাওয়ার পর

যদিও শুধু গৌরব ও দেবলীনাই নয় বিয়ে করতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা । 4 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা । এছাড়া দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে শীঘ্রই বিয়ে করতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । সব মিলিয়ে এখন বিয়ের আমেজ টলিপাড়ায় ।

ABOUT THE AUTHOR

...view details