লস অ্যাঞ্জেলস, 10 জানুয়ারি : গোল্ডেন গ্লোব প্রদান অনুষ্ঠান ৷ সারা বিশ্বের বিনোদন দুনিয়ার নজর থাকে এই অনুষ্ঠানের দিকে ৷ আজ লস অ্যাঞ্জেলসের দ্য বেভারলি হিলটনে 79তম গোল্ডেন গ্লোব প্রদান (Golden Globes 2022) অনুষ্ঠিত হল ৷ সেরা অভিনেতার পুরস্কার উঠেছে উইল স্মিথের হাতে ৷ দেখে নেওয়া যাক আর কার কার হাতে উঠল পুরস্কার...
চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা :
- সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : ওয়েস্ট সাইড স্টোরি
- সেরা অভিনেতা (ড্রামা) : উইল স্মিথ (কিং রিচার্ড)
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : রাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
- সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক, বুম)
- সেরা পার্শ্ব অভিনেত্রী : আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
- সেরা পার্শ্ব অভিনেতা : কোডি স্মিট-ম্যাকফি (দ্য পাওয়ার অফ দ্য ডগ)
- সেরা চিত্রনাট্য : কেনেথ ব্রানাঘ (বেলফাস্ট)
- সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : ড্রাইভ মাই কার (জাপান)
- সেরা অ্যানিমেটেড ফিচার : এনকান্তো
- সেরা মৌলিক সঙ্গীত : ফিনিয়াস ও'কনেল (নো টাইম টু ডাই সিনেমার নো টাইম টু ডাই, গানটি গেয়েছেন বিলি আইলিশ )