লস অ্যাঞ্জেলস, 25 অক্টোবর : হলিউডে ‘বন্ধু’ বিয়োগ ৷ প্রয়াত আমেরিকার অন্যতম জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ খ্যাত জেমস মাইকেল টাইলার ৷ দীর্ঘ দিন ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ রবিবার সকালে লস অ্যাঞ্জেলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইকেল । বয়স হয়েছিল 59 ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জেনিফার অ্যানিস্টন থেকে কোর্টনি কক্স ৷
2018-র সেপ্টেম্বরে একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রস্টেট ক্যানসার ধরা পড়ে জেমসের ৷ তবে বিষয়টি গোপনই রেখেছিলেন তিনি ৷ প্রস্টেট ক্যানসার নিয়ে সচেতনতামূলক কাজ করতে গিয়ে এ বছরের শুরুতে জানান, তিনিও ভুক্তভোগী ৷ 40 ছোঁয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক পুরুষের প্রস্টেট পরীক্ষা করা উচিত বলে সেই সময় পরামর্শ দেন তিনি ৷
আরও পড়ুন:Manna Dey : মৃত্যুর আট বছর পরও হৃদয়ে রয়ে গিয়েছেন মান্না
এর পর রবিবার জেমসের ম্যানেজার খোলসা করেন যে অভিনেতা আর নেই ৷ লিখিত বিবৃতিতে বলা হয়, ‘প্রিয়জনেরা মাইকেলকে অভিনেতা, সঙ্গীতশিল্পী এবং ক্যানসার যোদ্ধা হিসেবে জানতেন ৷ আদর্শ স্বামী ছিলেন তিনি ৷ সঙ্গীত ভালবাসতেন ৷ রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়াও খুব পছন্দ ছিল ৷ এক বার আলাপের পরই আজীবনের বন্ধু হয়ে ওঠার ক্ষমতা ছিল ওঁর মধ্যে ৷’
‘ফ্রেন্ডস’-এর প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রোজও জেমসকে শ্রদ্ধা জানিয়েছে ৷ তাঁকে ছাড়া ‘ফ্রেন্ডস’ অসম্পূর্ণ বলে বিবৃতি দিয়েছে তারা ৷ জেমসের সতীর্থ জেনিফার এবং কোর্টনিও নেটমাধ্যমে তাঁর স্মৃতিচারণ করেন ৷ জেনিফার জানান, জেমস না থাকলে ‘ফ্রেন্ডস’ এত জনপ্রিয় হত না ৷ হাসি-ঠাট্টা করে সতীর্থদের সারা ক্ষণ মাতিয়ে রাখতেন তিনি ৷ জেমসকে কাছ থেকে জানার সুযোগ পাওয়াতেই তিনি কৃতজ্ঞ বলে জানান কোর্টনি ৷
আরও পড়ুন:Sooryavanshi: রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার
ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করে বিনোদন জগতে পা রাখেন জেমস ৷ প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ শুরু করেন ৷ তবে অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল ৷ তার জন্যই ‘ফ্রেন্ডস’-এ ব্যাকগ্রাউন্ড চরিত্রে কাজের সুযোগ পেয়ে লুফে নেন ৷
তবে ‘ফ্রেন্ডস’-এ সুযোগ পেলেও, প্রথমে কোনও সংলাপই ছিল না জেমসের ৷ বরং মূল চরিত্রের পিছনে ঘুরে পরিচালকের নির্দেশ মতো ঘুরে বেড়ানোই কাজ ছিল ৷ কিন্তু ক্যামেরার বাইরে জেমসের হাস্যরসবোধ চোখে পড়ে পরিচালক থেকে অভিনেতাদের ৷ সেখান থেকেই তাঁর জন্য বিশেষ ভাবে ‘গান্থার’ চরিত্রটি তৈরি করা হয়, যেখানে ছয় বন্ধুর প্রিয় আড্ডার জায়গা ‘সেন্ট্রাল পার্ক’ কফিশপের ম্যানেজার হিসেবে দেখানো হয় তাঁকে ৷
আরও পড়ুন:National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক
একটানা 10 বছর চলেছিল ‘ফ্রেন্ডস’৷ তাতে জেনিফারের ‘রেচেল’ চরিত্রের প্রতি একতরফা ভালবাসার জন্য জনপ্রিয় হয়ে ওঠে ‘গান্থার’ চরিত্রটিও ৷ এমনকি ছয় বন্ধুর কাহিনি ‘ফ্রেন্ডস’-এ ‘গান্থার’- সপ্তম বন্ধু হিসেবেও উল্লেখ করতে শুরু করেন অনুরাগীরা ৷ এ বছর ‘ফ্রেন্ডস’-এর কলাকুশলীদের নিয়ে বিশেষ রিইউনিয়ন অনুষ্ঠিত হয় ৷ ভিডিয়ো কনফারেন্স-এর মাধ্যমে তাতে অংশ নেন জেমসও ৷
তবে মূলত ‘ফ্রেন্ডস’-এর জন্য পরিচিত হলেও, ‘সাবরিনা’, ‘স্ক্রাবস’, এবং ‘মডার্ন মিউজিক’-এর মতো টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন জেমস ৷ ক্যানসারের চিকিৎসা চলাকালীনও দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেন ৷ তার জন্য একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃতও হন ৷ কিন্তু তাঁর অভিনয় ক্ষমতার সঙ্গে গোটা দুনিয়া সঠিক ভাবে পরিচিত হওয়ার আগেই জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন জেমস ৷