মুম্বই : টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাকাডেমি পুরস্কার হল এমি অ্যাওয়ার্ডস । আর সেই অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ড্রামা সিরিজ় 'দিল্লি ক্রাইম' । এই জয়ের গুরুত্ব ও তাৎপর্য নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না । অভিনেত্রী শেফালী শাহ তো বিশ্বাসই করে উঠতে পারছেন না এই স্বীকৃতি ।
IANS-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেফালী বললেন, "আমার মনের অবস্থা কী সেটা আমি বোঝাতে পারছি না । চরম অবস্থায় রয়েছি । দিল্লি ক্রাইম-এর মতো সিরিজ়ের অংশ হতে পেরে গর্বিত আমি ।"
তবে শুধুমাত্র এমি অ্যাওয়ার্ডস জেতার কারণে নয়, শুটিংয়ের প্রথম দিন থেকেই 'দিল্লি ক্রাইম' শেফালীর কাছে স্পেশাল ছিল ।
তিনি বললেন, "এই জয় যেন কেকের উপরে একটা চেরির মতো । কারণ যেদিন থেকে শুটিং শুরু করেছি, সেদিন থেকেই 'দিল্লি ক্রাইম' আমার চোখে বিজেতা । আমি জানতাম যে, এটা খুব স্পেশাল একটা প্রজেক্ট । এমি আমাদের একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে গেল । ভীষণ ভালো লাগছে ।"
2012 সালে দিল্লির ভয়াবহ নির্ভয়াকাণ্ড অবলম্বনে তৈরি করা হয় 'দিল্লি ক্রাইম' । নেটফ্লিক্সের এই প্রজেক্ট ভারতের অন্যতম দেখা এবং প্রশংসিত একটি সিরিজ় ।