পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দিল্লি ক্রাইম'-এর জয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না শেফালী

48 তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা ড্রামা সিরিজ় হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ওয়েব সিরিজ় 'দিল্লি ক্রাইম'। এই সিরিজ়ের মুখ্য চরিত্রে ছিলেন বর্তিকা চতুর্বেদী, অর্থাৎ অভিনেত্রী শেফালী শাহ । সিরিজ়ের এই জয়ে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না শেফালী ।

Web series delhi crime
Web series delhi crime

By

Published : Nov 24, 2020, 4:19 PM IST

মুম্বই : টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাকাডেমি পুরস্কার হল এমি অ্যাওয়ার্ডস । আর সেই অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ড্রামা সিরিজ় 'দিল্লি ক্রাইম' । এই জয়ের গুরুত্ব ও তাৎপর্য নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না । অভিনেত্রী শেফালী শাহ তো বিশ্বাসই করে উঠতে পারছেন না এই স্বীকৃতি ।

IANS-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেফালী বললেন, "আমার মনের অবস্থা কী সেটা আমি বোঝাতে পারছি না । চরম অবস্থায় রয়েছি । দিল্লি ক্রাইম-এর মতো সিরিজ়ের অংশ হতে পেরে গর্বিত আমি ।"

শেফালী

তবে শুধুমাত্র এমি অ্যাওয়ার্ডস জেতার কারণে নয়, শুটিংয়ের প্রথম দিন থেকেই 'দিল্লি ক্রাইম' শেফালীর কাছে স্পেশাল ছিল ।

তিনি বললেন, "এই জয় যেন কেকের উপরে একটা চেরির মতো । কারণ যেদিন থেকে শুটিং শুরু করেছি, সেদিন থেকেই 'দিল্লি ক্রাইম' আমার চোখে বিজেতা । আমি জানতাম যে, এটা খুব স্পেশাল একটা প্রজেক্ট । এমি আমাদের একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে গেল । ভীষণ ভালো লাগছে ।"

2012 সালে দিল্লির ভয়াবহ নির্ভয়াকাণ্ড অবলম্বনে তৈরি করা হয় 'দিল্লি ক্রাইম' । নেটফ্লিক্সের এই প্রজেক্ট ভারতের অন্যতম দেখা এবং প্রশংসিত একটি সিরিজ় ।

ABOUT THE AUTHOR

...view details