কলকাতা, 4 জানুয়ারি:ধারাবাহিকের নয়া ট্রেন্ড উড়ন্ত সিঁদুর (flying vermilion trend in Bengali TV serials) ৷ যদিও এটা একেবারেই না পসন্দ দর্শকদের । প্রতিবাদে সরব নেট পাড়া (flying vermilion trend in serials trolled)।
বাংলা ধারাবাহিকে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, বাঙালির বারো মাসে তেরো পার্বণের পাশপাশি জায়গা করে নিয়েছে 'ফ্লাইং সিঁদুর'। অধিকাংশ ধারাবাহিকেই দেখানো হচ্ছে সেই দৃশ্য । কখনও একজনকে সিঁদুর পরাতে গিয়ে তা উড়ে গিয়ে পড়ছে অন্যজনের কপালে, কখনও বা হাতের ধাক্কায় তা পড়ছে নায়িকার কপালে, কখনও বা আবার দেবী দুর্গাকে বরণের সিঁদুরও নায়কের হাতে লেগে উড়ে পড়ছে নায়িকার সিঁথিতে । আর ব্যস, তারপরেই ইচ্ছা বা অনিচ্ছা যা-ই হোক না কেন, ঘর বাঁধতে হচ্ছে দু‘টিকে । না হলেই ঘটছে বিপত্তি । এই তো ক'দিন আগেই 'খড়কুটো'র (Khorkuto serial) সৌজন্য মুখুজ্যের হাতে লেগে সিঁদুর উড়ে গিয়ে পড়ল গুনগুনের তিন্নি দিদির সিঁথিতে । আর তা নিয়ে যা কেলোর কীর্তি হল তা তো বলাই বাহুল্য । অবশেষে অবশ্য জয় সৌজন্যরই হয় । এখন গুনগুনের সঙ্গে মান অভিমানের পালা বদলে তারা সুখী দম্পতি ।
আরও পড়ুন:Indrajit Bose : আমি সবথেকে ফাঁকিবাজ অভিনেতা, অকপট ইন্দ্রজিৎ
ওদিকে 'মন ফাগুন'-এও (Mon Phagun serial) ওই একই দৃশ্য দেখেছে দর্শক । পিহুর মান বাঁচাতে ঋষি তাকে বিয়ে করতে চাইলেও পিহু কারও দয়া চায়নি । তাই সে বাধা দেয় । কিন্তু বাধা দিলে কী হবে, লেখিকা তো দুজনের বিয়ে বেঁধেই রেখেছেন লেখনীতে । তাই ঋষিকে বাধা দেওয়া সিঁদুর ঠিক বুমেরাং-এর মতো উড়ে এসে পড়ে পিহুর সিঁথিতে । গল্প এখন যেদিকে এগোচ্ছে তাতে তারা ভালই আছে ।