পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Flashback 2019 : OTT প্ল্যাটফর্মের চাপে কি ম্লান টেলিভিশন-থিয়েটার ? - OTT wonders breathing heavy on TV

ডিজিটাল OTT (ওভার দা টপ) প্ল্যাটফর্ম এখন সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম বড় বিনোদনের মাধ্যম । সিনেমাহলে লাইন না লাগিয়ে ঘরে বসে নিত্যনতুন সিনেমা বা সিরিজ় দেখার মজাই আলাদা তাদের কাছে । আর সেই সঙ্গেই মনে প্রশ্ন জাগে যে, OTT-র চাপে কি টেলিভিশন ও সিনেমা হলগুলো ম্লান হয়ে যাচ্ছে ?

df
fg

By

Published : Dec 31, 2019, 11:02 AM IST

ট্রেড পণ্ডিতদের মতে, OTT প্ল্যাটফর্মের ফ্যানবেস দিন দিন বাড়ছে । কারণও রয়েছে তার । নতুন নতুন কনটেন্ট, সেন্সরশিপের কড়া নজর ছাড়াই ফিল্মমেকারদের স্বাধীন পরিচালনা, তাবড় অভিনেতাদের দক্ষ পারফর্মেন্স এই প্ল্যাটফর্মকে দিন দিন আরও জনপ্রিয় করে তুলছে ।

2019 সালে OTT প্ল্যাটফর্মের পরদায় দেখানো হয়েছে রোমহর্ষক ক্রাইম কেস, সামাজিক ও রাজনৈতিক জটিলতার প্রেক্ষাপটে তৈরি সিনেমা ও সিরিজ়, নতুন প্রজন্মের উপযোগী লাভ স্টোরি, এই সব ।

'বার্ড অফ ব্লাড' হোক বা 'দিল্লি ক্রাইম', 'ফ্যামিলি ম্যান' হোক বা 'কালি'..নতুন কনটেন্ট, নতুন কনসেপ্টে যেন ঝলমলে OTT প্ল্যাটফর্মগুলো । হিন্দি বা ইংরেজির সঙ্গে তাল মিলিয়ে বাংলাতেও বহু সিনেমা ও সিরিজ় তৈরি হচ্ছে শুধুমাত্র এই প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার জন্য ।

OTT-র জনপ্রিয় সিরিজ়গুলি

দেখে নেওয়া যাক, সেরকম কয়েকটা জনপ্রিয় ওয়েব সিরিজ়কে ।

'কোটা ফ্যাক্টরি', মজার মোড়কে এই সিরিজ়ে ফুটিয়ে তোলা হয়েছে কোটায় থাকা IIT অ্যাসপিরেন্টদের জীবনকে । IMDb-র তালিকা অনুযায়ী এই বছরের সর্বসেরা ওয়েব সিরিজ়ের তকমা পেয়েছে 'কোটা ফ্যাক্টরি' ।

মনোজ বাজপেয়ি অভিনীত 'দা ফ্যামিলি ম্যান' এই বছরের অন্যতম উল্লেখযোগ্য ওয়েব সিরিজ় । টানটান স্ক্রিপ্টে তৈরি এই সিরিজ়ের প্রধান সম্পদ মনোজের অভিনয় ।

এই তালিকায় 'দিল্লি ক্রাইম'-এর উল্লেখ না করলে নয় । স্ট্যাটিসটিক্স বলছে এই বছরে নেটফ্লিক্সের সর্বার্ধিক স্ট্রিমড ওয়েব সিরিজ় এটি । দিল্লিতে নির্ভয়াকাণ্ডের যথোপযুক্ত চিত্রণ করা হয়েছে এই সিরিজ়ে । DCP ও তার টিম কীভাবে এই ঘৃণ্য অপরাধের কিনারা করে, তা একটানা না দেখে ওঠা যাবে না ।

তাবড় অভিনেতা থেকে শুরু করে পরিচালক, প্রত্যেকেই এখন এই OTT প্ল্যাটফর্ম নিয়ে আশাবাদী । টেলিভিশন ও সিনেমার কলাকুশলীদের একটা বড় অংশ এখন এই প্ল্যাটফর্ম নিয়ে বেশি উচ্ছ্বসিত । কারণ এখানে অনেক স্বাধীন ভাবে তাঁরা নিজেদের সৃষ্টিশীলতাকে এক্সপ্লোর করতে পারেন ।

OTT-র জনপ্রিয় সিরিজ়গুলি

অন্যদিকে দিনে দিনে এই প্ল্যাটফর্মের দর্শকও বাড়ছে । প্রথমেই যেটা বললাম, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার থেকে অনেক সহজ ভাবে ঘরে বসেই একটা দারুণ ভালো কনটেন্ট দেখতে পাচ্ছেন তারা । অন্যদিকে টানা দু'ঘণ্টার সিনেমার পরিবর্তে একটা ছোটো এপিসোড দেখে নেওয়া অনেক বেশি গ্রহণযোগ্য আজকের ব্যস্ত দর্শকের পক্ষে ।

সেন্সরশিপের ধমকানি নেই OTT প্ল্যাটফর্মে । সেটাও এর জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা । বেশিরভাগে কনটেন্টই নৃশংসতা, যৌনতা ও উদ্দামতার অস্তিত্ব রয়েছে, যা নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন ভারতের 57 শতাংশ মানুষ (1000 জন প্রাপ্তবয়স্কের উপর করা সার্ভের ভিত্তিতে) ।

OTT-র জনপ্রিয় সিরিজ়গুলি

এই মাসেরই শুরুর দিকে নেটফ্লিক্স ঘোষণা করে যে, ভারতবর্ষে এক্সক্লুসিভ কনটেন্টের জন্য এই সংস্থা 3000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে । নিশ্চয়ই আরও বড় সংখ্যক দর্শককে নিজের আয়ত্তে আনতেই তাদের এই স্ট্র্যাটেজি । তবে আশ্চর্যজনকভাবে যে সব দর্শক অনলাইনে সিনেমা বা সিরিজ় দেখেন, তাদের মধ্যে 63 শতাংশ নন-মেট্রো শহর থেকে । অর্থাৎ বেঙ্গালুরু, কলকাতা বা হায়দরাবাদকে পিছনে ফেলে লখনউ, পুনে, পটনা এগিয়ে এসেছে এই তালিকায় ।

বিনোদনের ভাষা ও আবেদন বদলাচ্ছে OTT প্ল্যাটফর্ম । তাই ধীরে ধীরে সিনেমা হল বা টেলিভিশনের পরদা গোটাচ্ছে এই প্ল্যাটফর্মের দাপটে । স্থায়ী হবে কি এই পরিবর্তন ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details