পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Female Priests in Serial : ধারাবাহিকেও মহিলা পুরোহিত, কন্যাদান হবে না ঋষি-পিহুর বিয়েতে

সিনেমার পর এবার বাংলা ধারাবাহিকেও মহিলা পুরোহিতের কনসেপ্ট ৷

Female Priests in Serial
ধারাবাহিকেও মহিলা পুরোহিত! কন্যাদান হবে না ঋষি-পিহুর বিয়েতে

By

Published : Oct 3, 2021, 12:45 PM IST

Updated : Oct 3, 2021, 3:31 PM IST

কলকাতা, 3 অক্টোবর : অনুপ্রেরণা 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। সেখানে মহিলা পুরোহিত ছিলেন গল্পের কেন্দ্রে । এরপর বাস্তবেও দেখা যায়, বহু বিয়েতে মহিলা পুরোহিতদের পৌরহিত্য করতে । এখন দুর্গাপুজোতেও মহিলা পুরোহিতদের জয়জয়কার ৷ এবার সিরিয়ালেও উঠে আসতে চলেছে এই বিষয়টি ৷

'মন ফাগুন' ধারাবাহিকে চলছে ঋষি-পিহুর বিয়ে নিয়ে শোরগোল । ওদিকে পার্লার থেকে পিহু কিডন্যাপ হয়ে গিয়েছে । তাঁকে বিক্রি করে দিতে চায় রুষার স্বামী সৌমেন । রুষা এসবের কিছুই জানে না । এদিকে পিহুকে কে কন্যাদান করবেন, তা নিয়েও শুরু হয় শোরগোল । এমন সময়ে রূষা বলে, পিহুর কন্যাদান হবে না । এই বিয়ে ঘিরে এমনিই সবকিছু অন্যরকম হচ্ছে তাই বিয়েটাও অন্যভাবেই হবে । রুষা ঠিক করেছে, পিহু-ঋষির বিয়ে হবে মহিলা পুরোহিতদের দ্বারা । তাই বিয়ের আসরে হাজির হন দুই মহিলা পুরোহিত৷ আর তা দেখে চক্ষু চড়কগাছ সবার । এ আবার হয় নাকি? কিন্তু হতে চলেছে এমনই ।

আরও পড়ুন :Shooting may Stop: ফের বন্ধ হতে পারে ধারাবাহিকের শুটিং, গুঞ্জন টলিপাড়ায়

এই সিরিয়ালের গল্পের কাহিনিকার স্নিগ্ধা বসু ৷ বলা যায়, বাংলা ধারাবাহিকে এই প্রথমবার মহিলা পুরোহিতের কনসেপ্ট নিয়ে এলেন তিনি ৷ বলা বাহুল্য, তাঁর হাত ধরেই বাংলা ধারাবাহিকে শুরু হল এক নতুন ট্রেন্ড ৷ এ বিষয়ে স্নিগ্ধা বলেন, "মন ফাগুনে ঋষির সঙ্গে পিহুর বিয়েটা তো প্রেমে পড়ে নয়, একটু অন্য রকমের বিয়ে ৷ তাই একটু অন্য কিছু দেখাতে চেয়েছি । চেয়েছি এই বিয়েটা দৃষ্টান্ত হয়ে থেকে যাক । তাই কন্যাদান আর মহিলা পুরোহিতকে এনেছি এই গল্পে । চারপাশের ঘটনাকে আমি আমার গল্পে তুলে ধরতে চাই । মহিলা পুরোহিতদের পৌরহিত্য, কন্যাদান না হওয়ার ঘটনা চারপাশে প্রায়ই ঘটছে ৷ ভাল লাগে এটা । আর এটা সেই ভাল লাগারই প্রকাশ । এর থেকে বেশি কিছু নয়।"

Last Updated : Oct 3, 2021, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details