কলকাতা, 3 অক্টোবর : অনুপ্রেরণা 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। সেখানে মহিলা পুরোহিত ছিলেন গল্পের কেন্দ্রে । এরপর বাস্তবেও দেখা যায়, বহু বিয়েতে মহিলা পুরোহিতদের পৌরহিত্য করতে । এখন দুর্গাপুজোতেও মহিলা পুরোহিতদের জয়জয়কার ৷ এবার সিরিয়ালেও উঠে আসতে চলেছে এই বিষয়টি ৷
'মন ফাগুন' ধারাবাহিকে চলছে ঋষি-পিহুর বিয়ে নিয়ে শোরগোল । ওদিকে পার্লার থেকে পিহু কিডন্যাপ হয়ে গিয়েছে । তাঁকে বিক্রি করে দিতে চায় রুষার স্বামী সৌমেন । রুষা এসবের কিছুই জানে না । এদিকে পিহুকে কে কন্যাদান করবেন, তা নিয়েও শুরু হয় শোরগোল । এমন সময়ে রূষা বলে, পিহুর কন্যাদান হবে না । এই বিয়ে ঘিরে এমনিই সবকিছু অন্যরকম হচ্ছে তাই বিয়েটাও অন্যভাবেই হবে । রুষা ঠিক করেছে, পিহু-ঋষির বিয়ে হবে মহিলা পুরোহিতদের দ্বারা । তাই বিয়ের আসরে হাজির হন দুই মহিলা পুরোহিত৷ আর তা দেখে চক্ষু চড়কগাছ সবার । এ আবার হয় নাকি? কিন্তু হতে চলেছে এমনই ।