কলকাতা, 22 অক্টোবর: বাপের বাড়ি ছেড়ে কৈলাসে পৌঁছে গিয়েছেন উমা । বড় মেয়ে লক্ষ্মীও প্রায় পৌঁছে গিয়েছেন । পুজোর (Durga puja) ছুটি কাটিয়ে মর্ত্যের নাগরিকও যে যার কাজে ফিরেছে । কিন্তু পুজো তো শেষ হয়নি টেলিপাড়ায় । 'খড়কুটো' (Khorkuto) পরিবারে এখনও বইছে শারদোৎসবের হাওয়া । চলছে পুজো ।
ঠাকুর আনা থেকে শুরু করে কলাবউ স্নান, অঞ্জলি, সন্ধিপুজো - সবই চলছে পুজোর আচার নিয়ম মেনে । নবমীর শুটিঙে ব্যস্ত ধারাবাহিকের চরিত্ররা । তার মাঝেই একই বছরে দুটি দুর্গাপুজোর মজা শেয়ার করলেন মিষ্টি, অনন্যা, চিনি, সাঁঝি, জ্যাঠাই এবং পুটু পিসি ।
একই বছরে দুটো দুর্গাপুজো উপভোগ করার সৌভাগ্য বাংলা টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদেরই থাকে । পুজো চলে গেলে ধারাবাহিকগুলিতে শুরু হয় পুজোর এপিসোড । সঙ্গে বহাল থাকে ধারাবাহিকের চলমান গল্পও । আর তাতে ঘরে বসে ফের পুজোর মজা লুটেপুটে নেন দর্শকরা ৷ এ কথা অস্বীকার করার উপায় নেই ।
আরও পড়ুন:Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল