কলকাতা : ২০০৯ সালের 'মা' ধারাবাহিককে মনে আছে আপনাদের? সেই ছোট্ট ঝিলিকের মা-কে খোঁজার গল্প...মনে থাকারই কথা। কারণ দিনের পর দিন জনপ্রিয়তার শিখরে ছিল সেই ধারাবাহিক। টানা ২৪ সপ্তাহ TRP তালিকাকে টপ করেছিল 'মা'। ধারাবাহিকটা শেষ হয় ২০১৪ সালে। তারপর কেটে গেছে ৫ বছর। এতগুলো বছর পর সেই অনবদ্য রেকর্ড ভাঙল 'কৃষ্ণকলি'।
টানা ২৫ সপ্তাহ TRP লিস্টে প্রথম স্থানে, সব রেকর্ড ভাঙল 'কৃষ্ণকলি' - ধারাবাহিক কৃষ্ণকলি
বাংলা ধারাবাহিকের দুনিয়ায় নতুন রেকর্ড 'কৃষ্ণকলি'-র। টানা ২৫ সপ্তাহ TRP-র তালিকায় প্রথম স্থান অধিকার করল শ্যামা-নিখিলের এই আখ্যান।
কৃষ্ণকলি
স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ধারাবাহিকের কলাকুশলীরা। সেটে আয়োজন করা হয়েছিল খাওয়াদাওয়ারও। ETV ভারত সিতারার ক্যামেরায় ধরা দিলেন শ্যামা-নিখিল। দু'জনেই ধন্যবাদ জানালেন দর্শককে। অন্যদিকে কথা বললেন ধারাবাহিকের 'ভিলেন' রুক্মিনী মাসিও।
সবার বক্তব্য শুনে নিন ভিডিয়োতে...
Last Updated : Jul 12, 2019, 2:59 PM IST