পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিরিয়াল সংকট : বকেয়া পারিশ্রমিক পেতে পারেন শিল্পীরা, তাও দুশ্চিন্তায় ফোরাম - Prasenjit Chatterjee

'ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম' সর্বদা শিল্পীদের পাশে রয়েছে। তাই শিল্পীদের প্রাপ্য় টাকা আজ ফোরামের মাধ্যমেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

আর্টিস্ট ফোরাম

By

Published : Jun 21, 2019, 1:47 PM IST

কলকাতা : আগামী ২৩ জুন ফেডারেশনের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমস্ত শিল্পী ও সদস্যদের উপস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ছিল আর্টিস্ট ফোরামের। তার আগেই আরও একটি বিজ্ঞপ্তি এসেছে ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিল্পীদের প্রাপ্য টাকা আজই মিটিয়ে দেবে ফোরাম।

ফোরাম জানাচ্ছে, দীর্ঘ তিন মাস লড়াইয়ের পর ২০ জুন সন্ধ্যায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া শিল্পীদের বকেয়া পারিশ্রমিকের টাকা সংশ্লিষ্ট চ্যানেলগুলির মাধ্যমে তাদের হাতে দিয়ে দিয়েছে। আজ, ২১ জুন ফোরামের পক্ষ থেকে সমস্ত শিল্পীদের হাতে সেই টাকা তুলে দেওয়া হবে।

কয়েকমাস আগে এই কারণে বন্ধ হয়ে গেছিল ধারাবাহিকের শুটিং

তবে এই খুশির সময়ও সম্পূর্ণভাবে আনন্দ প্রকাশ করতে পারছে না আর্টিস্ট ফোরাম। তাদের বক্তব্য, দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছে বহু কলাকুশলীর পারিশ্রমিক বকেয়া পড়ে রয়েছে এখনও। গত ১০ জুন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার তরফে প্রযোজক রানা সরকার নো অবজেকশন সার্টিফিকেট পাঠানোর পরেও, তাদের বারংবার ফেডারেশন ও চ্যানেলগুলিকে অনুরোধ জানাতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও তার কোনও সমাধান হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন শিল্পীরা। এমন অবস্থায় আর দেরি না করে শিল্পীদের হাতে তাদের প্রাপ্য পারিশ্রমিক তুলে দিতে সচেষ্ট আর্টিস্ট ফোরাম।

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় এইসব ধারাবাহিক
ফোরাম জানাচ্ছে, কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক প্রাপ্তিতে যে কোনও রকমের সাহায্য করতে ফোরাম প্রস্তুত। ফোরাম আজন্মকাল কলাকুশলীদের পাশে ছিল, আছে এবং থাকবে। শুধু তাই নয়, ফেডারেশন ও সংশ্লিষ্ট চ্যানেলগুলিকে ফোরাম আরও একবার কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিকের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছে।

ABOUT THE AUTHOR

...view details