পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিল্পী, টেকনিশিয়ানদের পাশে থাকতে মোবাইল অ্যাপ আনছে অগ্নিমিত্রার সংগঠন

দুঃস্থ শিল্পী, টেকনিশিয়ানদের পাশে দাঁড়াল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস কালচারাল কনফিডারেশন । তাঁদের অসুবিধার কথা জানতে একটি মোবাইল অ্যাপ বানানোর পরিকল্পনাও আছে বলে জানালেন সংগঠনের সভাপতি অগ্নিমিত্রা পাল ।

শিল্পী, টেকনিশিয়ানদের পাশে থাকতে মোবাইল অ্যাপ আনছে অগ্নিমিত্রার সংগঠন

By

Published : Jul 16, 2019, 10:03 AM IST

Updated : Jul 16, 2019, 12:26 PM IST

কলকাতা : দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছেন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানরা । শিল্পী, টেকনিশিয়ান ও সিনে সাপ্লায়ারদের পক্ষ থেকে আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে বহুবার । নতুন সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস কালচারাল কনফিডারেশনের পক্ষ থেকে টেকনিশিয়ান স্টুডিয়ো, সংশ্লিষ্ট চ্যানেলের অফিস ও অভিযুক্ত প্রযোজকদের বাড়ি ঘেরাও ও ধরনা অবস্থানের কথাও জানানো হয় । এরপর কয়েকজন শিল্পী ও টেকনিশিয়ানদের পাওনা টাকা দেওয়া হলেও এখনও অনেকেই টাকা পাননি ।

শিল্পীদের হাতে টাকা তুলে দিচ্ছে EIMPCC

গতকাল প্রেস ক্লাবে EIMPCC-র পক্ষ থেকে চারজন দুঃস্থ শিল্পীকে আর্থিকভাবে সাহায্য করা হয় । এই শিল্পীরা হলেন ভোলানাথ সাহা, প্রবীর সিনহা, জলি রায় ও স্বপন কুমার দাস ।

শিল্পীদের হাতে টাকা তুলে দিচ্ছে EIMPCC

EIMPCC-র সভাপতি অগ্নিমিত্রা পাল একটি নতুন মোবাইল অ্যাপের কথাও জানালেন । শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের কথা ভেবেই এই অ্যাপ । তিনি বলেন, "আমরা একটা গ্রিভেন্স সেল করছি । যেটা অ্যাপের মাধ্যমে কাজ করবে । সবার পক্ষে সবসময় কমিটির সদস্যদের কাছে যাওয়া সম্ভব নয় । এই অ্যাপের মাধ্যমে তাঁরা তাঁদের অসুবিধার কথা আমাদের জানাতে পারবেন ।"

শিল্পীদের হাতে টাকা তুলে দিচ্ছে EIMPCC

অনুষ্ঠানে বড় চমক হিসেবে নাম ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও সাহেব চ্যাটার্জীর । কিন্তু শ্রীলেখা মিত্র আসতে পারেননি । তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেতা জর্জ, সংগঠনের সভাপতি অগ্নিমিত্রা পাল, অভিনেতা সাহেব চ্যাটার্জী, বাবান ঘোষ, সংঘমিত্রা চৌধুরী সহ আরও অনেকে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 16, 2019, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details