কলকাতা : কোরোনা আতঙ্কের মধ্যে বন্ধ ধারাবাহিকের শুটিং । তাই এই সময় দর্শকদের আনন্দ দিতে আবার ছোটো পরদায় ফিরছে পুরোনো ও জনপ্রিয় ধারাবাহিকগুলি । সেই তালিকায় রয়েছে 'গানের ওপারে' ধারাবাহিকটি । আজ বিকেল 5টা থেকে ফের টিভিতে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক । এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপঙ্কর দে । ধারাবাহিকের সঙ্গে যুক্ত তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে ।
2010 সালের 28 জুন টেলিভিশনে প্রথম সম্প্রচারিত হয় এই ধারাবাহিক । এরপর চলে 16 এপ্রিল পর্যন্ত । রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দর্শককে এই ধারাবাহিক উপহার দিয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ । ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব ছিল জয়দীপ মুখোপাধ্যায়ের উপর । অন্যতম প্রযোজক হিসেবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই ধারাবাহিকটি অনেক ক্ষেত্রে দাগ কেটেছে বাংলা চলচ্চিত্র জগতে । ইন্ডাস্ট্রিতে নতুনদের সুযোগ করে দিয়েছে এই ধারাবাহিক । টলিউডের প্রথম সারির নায়িকা এবং তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে এই ধারাবাহিকের মাধ্যমে । তাঁর চরিত্রের নাম ছিল পুপে। আজও দর্শক কপালে টিপ, চোখে কাজল ও শাড়ি পরিহিত পুপেরূপী মিমিকে ভোলেননি । এই চরিত্রে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিমিকে ।
সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠপুত্র অর্জুন চক্রবর্তীও এই ধারাবাহিকে এই প্রথম ব্রেক পান । তাঁর চরিত্রর নাম ছিল গোরা । পুপে ও গোরার রসায়ন ছিল অনবদ্য । সব্যসাচীর জ্যেষ্ঠপুত্র গৌরবও ছিলেন অন্যতম চরিত্রে । এই ধারাবাহিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে । ধারাবাহিকের পুনপ্রচার সম্পর্কে তিনি বলেন, "বিষয়টি ভেবে আমার ভালোই লাগছে । 'গানের ওপারে' আবার সম্প্রচারিত হচ্ছে । অন্তত ঋতুপর্ণর একটা স্মৃতি থেকে যাবে এর মধ্যে । খুব উচ্চমানের ধারাবাহিক হয়েছিল সেই সময় । এই কোরোনা ভাইরাসের মধ্যে মানুষ তো আর বেরোতে পারছেন না । তাঁদেরও তো এক ধরনের বিনোদন প্রয়োজন । টিভিতে এই ধরনের ধারাবাহিক যদি দেখেন, তাঁদেরও ভালো লাগবে । আর আমারও ভালো লাগবে ।"