কলকাতা: টেলিকাস্ট হওয়ার শুরু থেকেই দর্শকের মন ছুঁতে পেরেছিল 'জাহানারা'। দেখতে দেখতে দর্শকের পরিবারের সদস্য হয়ে উঠেছে যেন ধারাবাহিকের চরিত্ররা। ২০০ পর্ব পেরিয়ে এল এই ধারাবাহিক।
Exclusive : পূর্ণ হয়েছে ২০০ পর্ব, বিশেষ সাক্ষাৎকারে টিম 'জাহানারা' - Jahanara
গত বছর জুন মাসে বাংলা টেলিভিশনের পরদায় শুরু হয়েছিল 'জাহানারা'। আর আজ এই ধারাবাহিক পেরিয়ে এল ২০০ পর্ব।
জাহানারা
ETV ভারতের ক্যামেরার মুখোমুখি হলেন ধারাবাহিকের প্রধান পাঁচ চরিত্র - জাহানারা, আশরাফ খান,রুহান,রুবিনা ও হীনা। প্রত্যেকে শেয়ার করে নিলেন তাঁদের এই এক বছরের অভিজ্ঞতা, তাঁদের শিক্ষা।
দেখে নিন ভিডিয়োতে...