কলকাতা, 29 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ মহালয়ার (Mahalaya) সকালে চ্যানেলে চ্যানেলে বিশাল আয়োজন । কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, জেসমিন, শ্রীমা, শ্রীতমা - কে না সাজবেন দেবীর বেশে ? এরই মাঝে জানা গেল আরেকটি নাম, দেবলীনা কুমার (Devlina Kumar)।
এ বারের মহালয়ায় এক বিনোদন চ্যানেলে দেবী রূপে ধরা দেবেন অভিনেত্রী দেবলীনা কুমার ৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেবীরূপের কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । চ্যানেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, তাঁকে দেখা যাবে স্কন্দমাতার (Goddess Skandamata) চরিত্রে ।
গোলাপি রঙের শাড়ি পরিহিতা দেবী স্কন্দমাতার সারা অঙ্গ মুক্তোর গয়নায় সুসজ্জিত । শান্ত ও স্নিগ্ধরূপে জগৎ দেখছেন তিনি । দেবীর মাথায় তিনটি খোঁপা । একইসঙ্গে তিনি আবার মুক্তকেশীও ।
আরও পড়ুন:Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ