কলকাতা : বেশ কয়েক বছর লাইমলাইটের আড়ালে মুখ লুকিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । তবে কতদিন আর অন্ধকারে থাকবেন ? নাচের মঞ্চ তো তাঁকে আজও ডাকে । পরবর্তী প্রজন্ম এখনও তাঁর কাছ থেকে কত কি শিখতে চায় । তাই এক ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কামব্যাক করতে চলেছেন ডিস্কো ডান্সার মিঠুন ।
তবে একা নন । চমকের আরও অনেক বাকি । মিঠুনের সঙ্গে সঙ্গত করতে আসছেন দেব । তিনিও তাঁর নাচের জন্য সমাদর পেয়েছেন এত বছর ধরে । এবার তাই একসঙ্গে বিচারক হিসেবে আসছেন গুরু আর শিষ্য ।