পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই প্রথমবার ! টেলিভিশনে একসঙ্গে মিঠুন আর দেব - মিঠুন চক্রবর্তীর খবর

টেলিভিশনের পরদায় ঘটতে চলেছে এক ঐতিহাসিক কাণ্ড । এই প্রথমবারের জন্য কোনও ডান্স রিয়েলিটি শোয়ে একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে, একদিকে মিঠুন চক্রবর্তী ও অন্যদিকে দেব । সবচেয়ে আনন্দের ব্যাপার হল, দীর্ঘ কয়েকবছর পর আবার দর্শকের সামনে ফিরতে চলেছেন সুপারস্টার মিঠুন ।

Dev with Mithun Chakrabarty
Dev with Mithun Chakrabarty

By

Published : Nov 30, 2020, 5:51 PM IST

কলকাতা : বেশ কয়েক বছর লাইমলাইটের আড়ালে মুখ লুকিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । তবে কতদিন আর অন্ধকারে থাকবেন ? নাচের মঞ্চ তো তাঁকে আজও ডাকে । পরবর্তী প্রজন্ম এখনও তাঁর কাছ থেকে কত কি শিখতে চায় । তাই এক ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কামব্যাক করতে চলেছেন ডিস্কো ডান্সার মিঠুন ।

তবে একা নন । চমকের আরও অনেক বাকি । মিঠুনের সঙ্গে সঙ্গত করতে আসছেন দেব । তিনিও তাঁর নাচের জন্য সমাদর পেয়েছেন এত বছর ধরে । এবার তাই একসঙ্গে বিচারক হিসেবে আসছেন গুরু আর শিষ্য ।

হ্য়াঁ, মিঠুন চক্রবর্তীকে গুরু জ্ঞানেই মানেন দেব । খবরটি ফেসবুকে শেয়ার করে তিনি জানিয়েছেন, "গুরু আর দেব আসছে একসঙ্গে । ভারতীয় টেলিভিশনে এই প্রথমবার একসঙ্গে একটি ডান্স রিয়েলিটি শো জাজ করব আমরা । সঙ্গে থাকুন ।"

স্টার জলসার পরদায় 'ডান্স ডান্স জুনিয়র'-এর সিজ়ন 2 এভাবেই সাজানো হয়েছে । দেখে নিন দেবের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details