পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bangla TV Serial : বন্ধ হচ্ছে 'দেশের মাটি', আসছে 'খুকুমণি হোম ডেলিভারি' - দেশের মাটি

31 অক্টোবর 'দেশের মাটি'র শেষ সম্প্রচার দেখবেন দর্শকরা। সংবাদ মাধ্যমকে এমনই জানিয়েছেন ধারাবাহিকের প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়।

Bangla TV Serial
বন্ধ হচ্ছে 'দেশের মাটি', আসছে 'খুকুমণি হোম ডেলিভারি'

By

Published : Oct 23, 2021, 8:51 PM IST

কলকাতা, 23 অক্টোবর : টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। টেলিপ্রেমী দর্শকের তাতে খুশি হওয়ারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা। নতুন ধারাবাহিকের স্লট সন্ধে সাড়ে 6টা হওয়াতে বেজায় চটেছেন 'দেশের মাটি'র ভক্তরা।

'খুকুমণি হোম ডেলিভারি' এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় লিড রোলে ডেবিউ করছেন 'সাঁঝের বাতি' ধারাবাহিকের খলনায়িকা দীপান্বিতা রক্ষিত। ওদিকে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। রাহুল বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। 'দেবী চৌধুরানি' থেকে শুরু করে 'ভাগ্যলক্ষ্মী' সবেতেই মুখ্য পুরুষ চরিত্রে তাঁকে পেয়েছেন দর্শকরা। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। সেখানে দীপান্বিতাকে দেখা যাচ্ছে হোম ডেলিভারি করতে। আর হোম ডেলিভারি করতে গিয়েই তাঁর সঙ্গে দেখা হয় নায়কের। এরপর কী হবে তা সময় বলবে।

1 নভেম্বর থেকে সন্ধে সাড়ে 6 টার স্লটে আসছে নতুন এই ধারাবাহিক। এই স্লটেই সম্প্রচারিত হয় 'দেশের মাটি'। 31 অক্টোবর 'দেশের মাটি'র শেষ সম্প্রচার দেখবেন দর্শকরা। সংবাদ মাধ্যমকে এমনই জানিয়েছেন ধারাবাহিকের প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকের একটা বড় সংখ্যক দর্শক তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আছে এই ধারাবাহিক নিয়ে তৈরি ভক্তদের ফ্যান পেজও। সেখানে ধারাবাহিকটির চরিত্র রাজা-মাম্পি, নোয়া-কিয়ানের প্রতি তাঁদের ভালবাসা জাহির করেন দর্শকরা ৷ কিন্তু জানা যাচ্ছে সামাজিক মাধ্যমের এই ভালবাসা তেমন প্রভাব ফেলেনি ধারাবাহিকটির টিআরপি-তে ৷ তাই দেশের মাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Bangla TV Serial : করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের সেটে ইটিভি ভারত

'দেশের মাটি'র স্লটে খুকুমণির আগমনের খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় 'দেশের মাটি'র এক একনিষ্ঠ ভক্ত লিখেছেন-- '‘দেখব দেখব এই সিরিয়াল কত টিআরপি দেয়। দেশের মাটিকে সরিয়ে এটাকে আনলেন তো? আমাদের রাজা-মাম্পিকে কেড়ে নিলেন তো? আমাদের চোখের জলের দাম দিতে হবে।" কেউ বা লিখেছেন- "এত মানুষের কষ্ট, চোখের জল, হাহাকার আর দীর্ঘশ্বাসের ফল দিতে হবে। যেটা আপনাদের জন্য ছিল ব্যবসা..সেটা আমাদের কাছে সবটা ছিল…সবটা!!! ভাল করলেন না এটা।"

এদিকে আবার 'খুকুমণি হোম ডেলিভারি'রও ফ্যান পেজও তৈরি হয়ে গিয়েছে। সন্ধে সাড়ে 6 টায় রাজা-মাম্পিদের জায়গায় আসা নিয়ে এত কথার যোগ্য জবাব দিতে পারবে তো খুকুমণি ও তাঁর পরিবার? সময়ই সেই উত্তর দেবে।

ABOUT THE AUTHOR

...view details