পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পেল 'দিল্লি ক্রাইম' - International Emmy

রিচি মেহতা পরিচালিত এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি শাহ । ডেপুটি পুলিশ কমিশনার বর্তিকা চতুর্বেদীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । 2012 সালে দিল্লির নির্ভয়াকাণ্ড অবলম্বনেই তৈরি করা হয়েছিল সিরিজ়টি ।

cfdsf
sdf

By

Published : Nov 24, 2020, 7:23 AM IST

Updated : Nov 24, 2020, 7:39 AM IST

মুম্বই : সেরা ড্রামা সিরিজ় হিসেবে 48 তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জিতে নিল ওয়েব সিরিজ় 'দিল্লি ক্রাইম'। কোরোনা পরিস্থিতির জেরে এবার ভার্চুয়াল মাধ্যমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার পেজে এই খবর শেয়ার করা হয় । লেখা হয়, "ড্রামা সিরিজ়ের জন্য এবার ইন্টারন্যাশনাল এমি জিতে নিয়েছে 'দিল্লি ক্রাইম'। সিরিজ়টি প্রযোজনা করেছিল গোল্ডেন ক্যারাভ্যান, এসকে গ্লোবালেন্ট ও নেটফ্লিক্স ।" এছাড়া নেটফ্লিক্সের তরফেও এই খবর ঘোষণা করা হয় ।

রিচি মেহতা পরিচালিত এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি শাহ । ডেপুটি পুলিশ কমিশনার বর্তিকা চতুর্বেদীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । 2012 সালে দিল্লির নির্ভয়াকাণ্ড অবলম্বনেই তৈরি করা হয়েছিল সিরিজ়টি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন শেফালি । সেখানে অ্যাওয়ার্ড ঘোষণার মুহূর্ত তুলে ধরা হয়েছে । অ্যাওয়ার্ড জেতার খুশিতে ফেটে পড়েন তিনি । তা ফুটে উঠেছে তাঁর গলায় ।

শেফালি ছাড়াও এই সিরিজ়ে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে অভিনয় করেছিলেন রাসিকা দুগ্গল, আদিল হুসেন, রাজেশ তৈলাং, অভিজিৎ দত্ত, গোপাল দত্ত, জয়া ভট্টাচার্য, ডেনজ়িল স্মিথ সহ অন্যরা ।

'দিল্লি ক্রাইম'-এর একটি দৃশ্যে রাসিকা দুগ্গল

টুইট করে সিরিজ়ের গোটা টিমকে শুভেচ্ছা জানান আদিল হুসেন । তিনি লেখেন, "সেরা ড্রামা সিরিজ় হিসেবে 'দিল্লি ক্রাইম' ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে । রিচি মেহতা, শেফালি, রাজেশ ও সিরিজ়ের গোটা টিমকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে এবার ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এই অনুষ্ঠানে কোনও দর্শক উপস্থিত ছিলেন না । নিউ ইয়র্কের একটি ফাঁকা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

Last Updated : Nov 24, 2020, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details