মুম্বই : চলতি বছরের ৬ মে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের চার্জে গ্রেপ্তার হয়েছিলেন টেলিভিশন অভিনেতা করণ ওবেরয়। তবে পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ শিঙ্গে এদিন জানিয়েছেন যে, করণকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ও অভিযোগকারী মহিলাকেই গ্রেপ্তার করা হয়েছে ওশিয়ারা পুলিশ স্টেশন থেকে।
শুধু করণকে ফাঁসানোই নয়, নিজের ওপর শারীরিক নির্যাতনের পরিকল্পনাও করেন সেই মহিলা, জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ২৫ মে অভিযোগকারী অভিযোগ করেন যে, দুই বাইকারোহী তাকে মারধর করে ওবেরয়ের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়। পুলিশের মতে, এই ঘটনাটিও সাজানো, মিথ্যে।