পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্ষণের মামলায় মুক্ত করণ, গ্রেপ্তার হলেন অভিযোগকারী - টেলিভিশন অ্যাক্টর

টেলিভিশন অভিনেতা করণ ওবেরয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন জনৈক মহিলা। তবে IANS-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারীকেই গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ, সেই মহিলা মিথ্যে অভিযোগে ফাঁসাতে চেয়েছিলেন করণকে।

করণ ওবেরয়

By

Published : Jun 18, 2019, 12:23 PM IST

মুম্বই : চলতি বছরের ৬ মে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের চার্জে গ্রেপ্তার হয়েছিলেন টেলিভিশন অভিনেতা করণ ওবেরয়। তবে পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ শিঙ্গে এদিন জানিয়েছেন যে, করণকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ও অভিযোগকারী মহিলাকেই গ্রেপ্তার করা হয়েছে ওশিয়ারা পুলিশ স্টেশন থেকে।

শুধু করণকে ফাঁসানোই নয়, নিজের ওপর শারীরিক নির্যাতনের পরিকল্পনাও করেন সেই মহিলা, জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ২৫ মে অভিযোগকারী অভিযোগ করেন যে, দুই বাইকারোহী তাকে মারধর করে ওবেরয়ের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়। পুলিশের মতে, এই ঘটনাটিও সাজানো, মিথ্যে।

আরও পড়ুন : "ভারতীয় আইনের অপব্যবহার করেন অনেক মহিলা", করণ ওবেরয় গ্রেপ্তার প্রসঙ্গে পূজা

যেই দুই বাইকারোহীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সেই মহিলা, তাদের মধ্যে একজন অভিযোগকারীর আইনজীবীর আত্মীয় এবং তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল শারীরিক নির্যাতন করার জন্য। পুলিশ সেই দুই বাইকারোহীকেই গ্রেপ্তার করেছে। আর তাদের মুখ থেকেই সমস্ত সত্যি উঠে এসেছে।

করণ ওবেরয়ের মামলাতেও কোনও সত্যতা খুঁজে পায়নি পুলিশ। করণকে ৭ জুন জামিন দেওয়া হয়েছিল। আর ১৭ জুন গ্রেপ্তার করা হল অভিযোগকারী মহিলাকে।

ABOUT THE AUTHOR

...view details