কলকাতা, 22 জানুয়ারি : সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচিকাঁচাদের জন্য 'দেবসাহিত্য কুটির' থেকে আত্মপ্রকাশ করেছিল কমিকস 'হাঁদা ভোঁদা'। একজন অতি চালাক এবং অপর জন এক আদ্যন্ত গোলগাল চেহারার দুই কিশোর এবং তাদের হস্টেল জীবনের ছোট ছোট মজার গল্প কমিকস রূপে বাংলার কঁচিকাঁচার মন এক লহমাতেই জয় করে নিয়েছিল । এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচরে এবং গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল তিনি নারায়ণ দেবনাথ ।
প্রফুল্লচন্দ্র লাহিড়ী এবং কাফি খাঁ'র পরবর্তী সময়ে সর্বাধিক জনপ্রিয় আর দীর্ঘকালীন সাফল্যের কমিকস শিল্পী হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে ৷ সদ্য তাঁকে হারিয়ে ফের দেউলিয়া সাহিত্যপ্রেমী বাঙালি । তাঁর হাত দিয়েই একে একে জন্ম হয়েছে 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু', 'কৌশিক রায়' প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের । আর যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে । বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে ছোট থেকে বড় সকলের কাছে এখনও সমানভাবে সমাদৃত তাঁর চরিত্রগুলি । একদিকে যেমন তাঁর প্রতিটি চরিত্র আদ্য়ন্ত বাঙালী, তেমনি তাঁর কল্পনার পরতে পরতে আজও জড়িয়ে আছে এক অন্তর্লীন রসবোধ ৷