পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং চলছে 'চরিত্রহীন ২'-র - debalay

জুলাই মাসের পরেই আসছে চরিত্রহীন ২। ETV Bharat-কে একান্তভাবে জানালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।

ছবি সৌজন্য SVF

By

Published : May 4, 2019, 4:46 PM IST

কলকাতা : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্য়াস 'চরিত্রহীন'-কে ওয়েব সিরিজ়ের আকার দিয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। নয়না গাঙ্গুলি, গৌরব চ্যাটার্জি ও সৌরভ দাসের জুটি রীতিমতো হিট। ওয়েব সিরিজ়টিও প্রশংসিত হয়েছিল। আর তাই এই সাফল্যকে মাথায় রেখেই আসছে 'চরিত্রহীন ২'।

ইতিমধ্যে সিজ়ন ২-র শুটিং শুরু হয়ে গেছে। এখনও তিন চারদিন শুটিং বাকি । কলকাতার বিভিন্ন জায়গায় জোরকদমে চলছে ছবির শুটিং। ছবি সম্পর্কে খুঁটিনাটি জানতে ETV Bharat যোগাযোগ করেছিল ছবির অভিনেতা সৌরভ দাসের। সৌরভ বলেন, "আরও ভালো হবে 'চরিত্রহীন ২'। কিছু নতুন চরিত্র যুক্ত হয়েছে ছবির সঙ্গে। কিন্তু, যে চরিত্রহীন ছিল, সে চরিত্রহীনই থাকবে।"

ছবি সম্পর্কে পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেন, "এখন ছবির শুটিং চলছে। আরও দু-তিন দিন লাগবে শুটিং শেষ হতে। তবে আশা করা যায়, জুলাই মাসের পরই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডিজিটাল প্লাটফর্ম হইচইতে স্ট্রিমিং শুরু হবে চরিত্রহীন ২'এর।"

'চরিত্রহীন' ওয়েব সিরিজ অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিল। দর্শকের খুব ভালো লেগেছিল সেই ওয়েব সিরিজ। অবশ্য পুরোপুরি কাস্টের তালিকা এখনও জানা যায়নি।

ABOUT THE AUTHOR

...view details