ওয়াশিংটন, 18 জুন: সব কিছুর থেকে নজর কীভাবে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয়, তা খুব ভাল করে জানেন মার্কিন মডেল কিম কার্দাশিয়ান (Kim Kardashian) ৷ সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ানোয় তিনি একেবারে সিদ্ধহস্ত ৷ আবারও তিনি নিজের একটি ছবি সোশ্য়ালের পাতায় পোস্ট করেছেন ৷ আর প্রতিবারের মতোই এ বারও ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল ৷
বিকিনির সঙ্গে প্রেম তাঁর বহুদিনের ৷ এর আগেও নানা সময়ে বিকিনি পরা ছবি পোস্ট করে ইন্টারনেটের উত্তাপ বাড়িয়েছেন এই ফ্যাশন ডিভা ৷ ফের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন কিম কার্দাশিয়ান ৷ তবে এ বারের ছবিতে রয়েছে বিশেষ এক চমক ৷ এই ছবিতে টেনিস খেলোয়াড়ের অবতারে দেখা গিয়েছে তাঁকে ৷ কিমের হাতে রয়েছে একটি টেনিসের ব়্য়াকেট ও বল ৷ আর ক্যাপশনে তিনি লিখেছেন, "টেনিস এনিওয়ান ?" অর্থাত্ কেউ টেনিস খেলতে চান ?
আরও পড়ুন:সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার