পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দর্শকের মনে ধরছিল না, তাই মুখ বদল 'বিজয়িনী'-র - Bijoyini

প্রথমবার 'বিজয়িনী' ধারাবাহিকের প্রোমো দেখার পর দর্শক ভেবেছিলেন মাচা থেকে উঠে আসা এক শিল্পীর 'নৃত্যশিল্পী' হিসেবে যোগ্য সম্মান পাওয়ার লড়াই মনে ধরবে। তবে কেকার ভূমিকায় লেখা চট্টোপাধ্যায়কে সেভাবে পছন্দ করছিলেন না দর্শক। ফলে TRP একেবারে কমতির দিকে চলছিল। কিন্তু, এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। তাই চ্যানেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হল কেকার মুখ বদলের। লেখার পরিবর্তে স্বস্তিকাকে দেখা যাবে কেকা হিসেবে।

বিজয়িনী

By

Published : Mar 11, 2019, 11:25 PM IST

Updated : Mar 13, 2019, 3:20 PM IST

কেকার বিপরীতে যিনি অভিনয় করছিলেন তিনি হলেন দাপুটে অভিনেত্রী অঞ্জনা বসু। তিনিই এই ধারাবাহিকের ভিলেন বলা যেতে পারে। প্রধানত তার সঙ্গেই লড়ার কেকার। ফলে অঞ্জনার সঙ্গে ছন্দ মিলিয়ে অভিনয় করার প্রয়োজন ছিল। সেই জায়গায় পিছিয়ে পড়ছিলেন লেখা। তার উপর লেখার সঙ্গে ধারাবাহিকের নায়ক ইমতিয়াজ হকের রসায়নও মনে ভরাতে পারছিল না দর্শকের। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এদিকে স্বস্তিকাকে এর আগে দেখা গেছে 'ভজ গোবিন্দ' ও 'দুগ্গা দুগ্গা' ধারাবাহিকে। বেশ জনপ্রিয় মুখ তিনি টেলিভিশনের। বাংলা ছবি 'অভিমান' ও 'পারব না আমি ছাড়তে তোকে'-তেও দেখা গেছে তাঁকে। তিনি কি পারবেন 'বিজয়িনী'-র পড়ন্ত TRP কে তুলে ধরতে? জানা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।


Last Updated : Mar 13, 2019, 3:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details