কলকাতা, 19 অক্টোবর : দেবী দুর্গা কৈলাসে চলে গেলে মন হয় ভারাক্রান্ত । ফের মায়ের আগমনের অপেক্ষায় দিন কাটে উৎসবপ্রিয় বাঙালির । মায়ের চলে যাওয়ার পর তাই মনটাকে কিঞ্চিৎ ভাল করতে বাঙালি মেতে ওঠে বিজয়া সম্মিলনীতে । বাদ পড়ে না বাংলা টেলিভিশনও । শিগগিরই টেলিভিশনের পর্দায় বসবে 'বিজয়া বৈঠক'।
বিজয়া সম্মেলন মানেই গান, আড্ডা, নাচ, গল্প এবং অবশ্যই খানিক পিএনপিসি । মোদ্দাকথা সব মিলিয়ে আনন্দ লুটেপুটে নেওয়ার এক ভরপুর প্রয়াস । বলা ভাল, বাঙালির ঐতিহ্য এই 'বিজয়া সম্মেলন'। আর সেই ঐতিহ্য অব্যাহত রাখতে এক দারুণ প্রয়াস নিয়েছে বাংলা বিনোদন চ্যানেল । প্রতি বছরই অবশ্য এই প্রয়াস নিয়ে থাকে বাংলা বিনোদন চ্যানেলগুলি ।
আরও পড়ুন:Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে
সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্ররা নিজেদের চোখ ধাঁধানো পারফরম্যান্স নিয়ে হাজির থাকবেন । টিআরপি'র দৌড়ে এ-ওর থেকে এগিয়ে পিছিয়ে থাকলেও মানসিকভাবে যে তাঁরা কতখানি এক আত্মা এক প্রাণ, তা বুঝিয়ে দেবে মিঠাই, যমুনা, প্রিয়ম, ঝিলম, উমা, পারমিতা, অপুরা ।