মুম্বই : 'বিগ বস'-এর ঘরে এই মন্তব্যের জেরে নেটিজ়েনদের ও মহারাষ্ট্র সরকারের কটাক্ষের মুখে পড়েছিলেন কুমার শানু পুত্র জান কুমার শানু । মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । এরপর অবশ্য এই ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পাশাপাশি মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন জান । আর ছেলের এই ধরনের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে নিয়েছেন স্বয়ং কুমার শানুও ।
সোশাল মিডিয়ায় ভাইরাল কুমার শানুর একটি ভিডিয়ো । সেখানে এই বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । বলেন, "আমি শুনেছি আমার ছেলে জান যে কথা বলেছে । গত 41 বছরে এই কথা আমি ভাবতেও পারিনি । যেই মহারাষ্ট্র ও মুম্বই আমাকে আশির্বাদ দিয়েছে, যার মাধ্যমে আমি নাম, খ্যাতি সব পেয়েছি সেই মহারাষ্ট্রকে নিয়ে এই ধরনের কোনও কথা আমি বাবেই পারি না । আমার ছেলে যে ভাষাকে নিয়ে এই কথা বলেছে, আমি দেশের সব ভাষাকেই ভালোবাসি । সব ভাষায় আমি গানও গেয়েছি ।"