মুম্বই : 'বিগ বস' সিজ়ন 13-এর ট্রফি ঘরে নিয়ে গেছেন সিদ্ধার্থ শুক্ল । যদিও নির্মাতাদের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন নেটিজ়েনদের একাংশ । বিজেতা হিসেবে সিদ্ধার্থকে মানতে নারাজ তাঁরা । তাঁদের কাছে জয়ী রানার আপ অসীম রিয়াজ় । আর এই নিয়ে গতকাল রাত থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা ।
গতকাল রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে 'বিগ বস'-এর সাম্প্রতিক সিজ়নের ফাইনাল এপিসোড । সেখানে বিজয়ীর নাম ঘোষণা করেন সলমান খান । রানার আপ করা হয় অসীমকে । এরপরই ট্রেন্ডিং হয়ে ওঠে দুটি হ্যাশট্যাগ । একটিকে 'পাবলিক উইনার' হিসেবে বেছে নেওয়া হয় অসীমকে । অন্যদিকে 'ঐতিহাসিক বিজেতা' হিসেবে বেছে নেওয়া হয় সিদ্ধার্থকে । নেটিজ়েনদের একাংশের অভিযোগ, সিদ্ধার্থকে যে এই সিজ়নের বিজয়ী ঘোষণা করা হবে সেটা আগে থেকেই ঠিক করা হয়েছিল । আর তাই সমান ভোট পাওয়ার পরও বিজেতা হিসেবে তাঁর নামই বেছে নেন সলমান । এর জন্য অনেকেই অনুষ্ঠানটিকে বয়কটের ডাকও দেন ।