পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেন এত জনপ্রিয় 'ভূশণ্ডীর মাঠে'? কথা বললেন মুখ্য অভিনেতা খরাজ - ভূশণ্ডীর মাঠ

ভালো অভিনেতা হলে টেলিভিশন থেকে শুরু করে নাটকের মঞ্চ, সবেতেই সফল হওয়া যায়। তার প্রকৃষ্ট উদাহরণ হলেন খরাজ মুখোপাধ্যায়।

খরাজ মুখোপাধ্যায়

By

Published : May 23, 2019, 5:23 PM IST

কলকাতা : ২৫০টিরও বেশি রজনী পার করেছে নাটক 'ভূশণ্ডীর মাঠে'। নাটকের মুখ্য ভূমিকায় নিয়মিত অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। নাটকের সাফল্য নিয়ে ETV ভারতের সঙ্গে কথা বললেন তিনি।

খরাজ বললেন, "পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসু অনেক বছর আগে একটা গল্প লিখেছিলেন - 'ভূশণ্ডীর মাঠে'। মজাদার ভূতের গল্প। আজও দর্শক মুখিয়ে থাকে এমন বিষয়ের উপর নাটক দেখবে বলে। আপনি তো অস্বীকার করতে পারবেন না, সে যুগেও ভূত বাঙালির অন্যতম প্রিয় বিষয় ছিল। আজও আছে। তাই বারবার মঞ্চস্থ হওয়া সত্ত্বেও, দর্শকের কাছে এই গল্প একঘেয়ে হয় না। যতবারই এই নাটকটা করি না কেন, হল ঠিক ভরে যায়।"

নাটকের একটি দৃশ্য
আর একই চরিত্র বারবার মঞ্চে উপস্থাপনা করতে কেমন লাগে খরাজের? এই প্রশ্ন করায় তিনি বলেন, "দর্শকের কোনও ক্লান্তি নেই যখন নাটক দেখতে, আমারও কোনও ক্লান্তি নেই অভিনয় করতে। এই নাটকটা আমাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। এই ধরনের কনটেন্ট আমার খুব প্রিয়। যতবারই অভিনয় করেছি এক ফোঁটাও ক্লান্তি অনুভব করিনি।"

আগামী ২৭ মে সন্ধ্যে ৬:৩০টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ফের মঞ্চস্থ হবে নাটকটি।

ABOUT THE AUTHOR

...view details