মুম্বই : মাদক মামলায় নাম জড়ানোর পর ভারতী সিংকে 'দ্য কপিল শর্মা'-র শো থেকে সরিয়ে দেওয়া হবে বলে শোনা গেছিল । তবে সেই জল্পনা উড়িয়েছেন শোয়ের আর এক কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক । এবার সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ভারতীকে বয়কট করার ট্রেন্ড । হঠাৎ কী হল ?
জামিনে থাকাকালীন ভারতীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন হর্ষ । অন্য সময়ে তাঁদের সেই রোম্যান্টিক ছবি নেটিজেনদের ভালো লাগলেও, মাদক মামলায় দম্পতির নাম জড়ানোর পর বিষয়টা ভালোভাবে দেখছেন না কেউই । তাই শুরু হয়েছে তুমুল সমালোচনা ।