পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতায় শুরু হচ্ছে ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র - Some Dey Chatterjee

অভিনেত্রী সোমা দে চ্যাটার্জির মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জি শহরে খুললেন ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানের প্রেস মিটে উপস্থিত ETV ভারত।

সোমা দে চ্যাটার্জি

By

Published : May 9, 2019, 11:50 PM IST




কলকাতা: অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বাংলা ছবির জগতে এক পরিচিত মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অসংখ্য বাংলা ছবিতে। কিন্তু বর্তমানে তিনি বাংলা ছবি থেকে বহু মাইল দূরে। ছবি আর সেভাবে টানে না। ছোটো থেকেই নিজের ভারতনাট্যম শেখার ইচ্ছা ছিল। কিন্তু, বাড়ির পরিস্থিতির চাপে সেই নাচ আর শেখা হয়ে ওঠেনি। তাই নিজের অপূর্ণ সাধকে পূর্ণতা দিতে নিজের মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জিকে ছোটো থেকেই নাচের স্কুলে ভরতি করেন। তাঁকে আরও ভালো নৃত্য শিল্পী করে তুলতে চেন্নাইতেও তিনি। সারা দেশ জুড়ে ভারতনাট্যম নৃত্য পরিবেশনের পর এবার যাজ্ঞসেনী কলকাতায় আসছেন ভারতনাট্যম নৃত্য প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং শহরের বুকে ভারতনাট্যম নৃত্য পরিবেশনা করতে। এই উপলক্ষ্যে গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন মা ও মেয়ে।


যাজ্ঞসেনী বললেন, "এই প্রথমবার কলকাতায় আমার নিজের শহরে আমার ভারতনাট্যম নৃত্য পরিবেশন করব। কলকাতায় আসা যাওয়া ছিল কিন্তু, অনুষ্ঠান এই প্রথমবার। তাই ভীষণ আনন্দিত লাগছে। আমার ভারতনাট্যম শেখার প্রাথমিক সূচনাটা কলকাতাতেই হয়েছিল। কিন্তু এখানে সেভাবে সবকিছু জানতে পারছিলাম না। তাই সেই জায়গা থেকে মনে হয়েছিল কলকাতার বাইরে চেন্নাইতে গিয়ে ভারতনাট্যমের তালিম নেওয়ার।"


অভিনেত্রী সোমা দে চ্যাটার্জি বললেন, "ওঁর (মেয়ে) কাছে নাচ মানে সকালে ঘুম থেকে উঠে নাচ, রাতে শোওয়ার আগে নাচ। তাই তো ও কোনও চাকরি করল না। ওই সময়টা ও নাচে দিল। নাচের স্কুল খুলছে ও খুব ভালো লাগছে।"

সোমা দে চ্যাটার্জি

ABOUT THE AUTHOR

...view details