এই প্রসঙ্গে অভিনেত্রী দেবাদৃতা তথা ধারাবাহিকের জয়ী বলেন, "দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আজও মনে পড়ে শুটিংয়ের সেই প্রথম দিনগুলোর কথা। আমরা সবাই মিলে একসঙ্গে আজকে ৫০০ পর্বের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছি। আশা করব, আমরা এই ভাবেই এগিয়ে যাব হাজার দেড়হাজার এপিসোডে। আর প্রথম যখন শুনেছিলাম এই ধারাবাহিকের জন্য আমাকে ফুটবল খেলতে হবে একটু আশ্চর্যই হয়েছিলাম। কারণ আমি কখনও ফুটবল খেলিনি কিন্তু ফুটবল খেলা দেখতাম।"
৫০০ পর্বে পদার্পণ ধারাবাহিক 'জয়ী'-র - 5oo episodes
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক জয়ী। গল্পের প্রেক্ষাপট ছিল একটি মেয়ের ফুটবলের প্রতি ভালোবাসা ও ভালো একজন ফুটবলার হওয়ার আকাঙ্ক্ষা। আজও ধারাবাহিকের প্রেক্ষাপট এক থাকলেও গল্পে এসেছে নিত্য নতুন মোড়। কারণ কোনও সময় এসেছে সাগর দত্ত তো কোনও সময় সুকুমার। আর এখন ধারাবাহিকের প্রধান খলনায়ক হিসেবে রয়েছেন বিবি,যার প্রধান লক্ষ্য জয়ীকে চিরতরে ফুটবল খেলা থেকে সরিয়ে দেওয়া। যার জন্য সে জয়ীর সঙ্গে একই বাড়িতে থেকে নানা রকমের ষড়যন্ত্র রচনা করতে থাকে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে গল্পে নিত্য নতুন মোড় আসছে ঠিকই। কিন্তু তার থেকেও বড় বিষয় হল আজ ৫০০ পর্ব পূর্ণ করতে চলেছে ধারাবাহিকটি। ৫০০ পর্ব পূর্ণ করার আনন্দে জয়ীর কলাকুশলীরা মেতেছে আনন্দে।
joyee
অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ওরফে রিভু বলেন, "আজকে আমরা যে এই ৫০০ পর্বের মাইলস্টোন ছুঁতে পেরেছি সেটা একমাত্র দর্শকের জন্য়। এর আগে জয়ী, সুকুমার ও সাগর দত্তের সঙ্গে লড়ে জিতেছে। এবার তো রয়েছে বিবি,তার সঙ্গে জয়ীর লড়াই কোথায় যায়, সেটাই আগামী পর্বের চমক।"
ধারাবাহিকের অন্য়ান্য় কলাকুশলীরা কী বললেন, জানতে দেখুন ভিডিয়ো...