কলকাতা : দু'চোখে অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয় একটি ধারাবাহিক । শুধু তো অভিনেতা-অভিনেত্রী নয়, একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকে বিরাট বড় টিম । ধীরে ধীরে সেই ধারাবাহিক চলে আসে আমাদের অন্দরমহলে । হয়ে ওঠে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । কথায় বলে, যার শুরু আছে, তার শেষও আছে । তাই কোনও ধারাবাহিক শুরু হলে, একদিন না একদিন তা তো শেষ হবেই ! ঠিক যেমন একদিন শুরু হয়েছিল TRP -র ঊর্ধ্বমুখে থাকা 'নেতাজি' ধারাবাহিক । আর শেষও হয়ে গেল ছোটো পরদায় নেতাজির যাত্রা । অনেক ভালো স্মৃতি, দর্শকের অনেক ভালোবাসাকে সঙ্গে করেই ইতি টানল ধারাবাহিক ।
শেষ হল 'নেতাজি' ধারাবাহিক - বাংলা ধারাবাহিক নেতাজি
2019 সালের জানুয়ারি মাসের 14 তারিখ । জি বাংলার পরদায় হইহই করে শুরু হয়েছিল 'নেতাজি' ধারাবাহিকটি । আর শুরু হওয়া যাত্রা শেষও হল অবধারিতভাবে ।
নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বোস, সুভাষের মায়ের চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় । এই ধারাবাহিকের হাত ধরেই মেগা সিরিয়ালে কামব্যাক করেছিলেন বাসবদত্তা । ধারাবাহিকে অভিনয় করেছিলেন ধ্রুবজ্যোতি সরকার, কৌশিক চক্রবর্তী, শ্রীপর্ণা রায়, দেবপ্রিয় সরকার, সোহম বন্দোপাধ্যায়, ফাহিম মির্জার মত অভিনেতারা ।
সেই কথাই সত্যি করে শেষ হল সুভাষের যাত্রা । তবে তা শুধু টেলিভিশনের পরদাতেই, কারণ দেশবাসীর মনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও শেষ নেই ।