পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mithai Bengali Serial : মিঠাইয়ের মৌনব্রত ভাঙাতে মরিয়া তোর্সা, জমে উঠেছে ‘মিঠাই’ - Khorkuto shooting at Kalimpong

মুখ বন্ধ মিঠাইয়ের (Mithai Bengali Serial) । মৌনব্রত পালনের কঠিন শাস্তি দেওয়া হয়েছে তাঁকে ৷ অন্যদিকে তাঁর মৌনব্রত ভাঙতে মরিয়া বড় জা তোর্সা । মিঠাইয়ের চুপ করে যাওয়া, তোর্ষার বারবার তাঁর বিরুদ্ধে ছক কষে চলায় কী বলছে সিদ্ধার্থ ? মিঠাই কি পাশে পাবে সিডকে ?

Mithai
জমে উঠেছে মিঠাই

By

Published : Dec 6, 2021, 5:29 PM IST

Updated : Dec 6, 2021, 5:56 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : মুখ বন্ধ সৌমিতৃষার, থুড়ি মিঠাইয়ের । সারাক্ষণ বকবক করতে থাকা মিঠাইয়ের জন্য যে কাজটা শুধু অসুবিধারই নয়, অসম্ভবও । কিন্তু সেটাই করে দেখাচ্ছে সে ।

‘মিঠাই’ ধারাবাহিকে (Mithai Bengali Serial) দেখা যাচ্ছে, মৌনব্রত পালন করছে মিঠাই । মৌনব্রত পালনের কঠিন শাস্তি দেওয়া হয়েছে তাঁকে । অন্যদিকে তোর্সা অর্থাৎ, মিঠাইয়ের বড় জা তার মৌনব্রত ভাঙতে মরিয়া । রোজই নিত্যনতুন ছক কষে চলেছে মিঠাইকে অপদস্থ করার । এবার শেষ অবধি কী হয় সেটাই দেখার ।

আরও পড়ুন : Biplab Chatterjee in Mahapeeth Tarapeeth: মহাপীঠ তারাপীঠে বিষ্ণুদাসের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায়

নিজের মৌনব্রত এবং নিজের আসন্ন ষড়যন্ত্র নিয়ে কী বলছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা এবং তোর্সা অর্থাৎ তন্বী ? শুটিংয়ের মাঝেই ইটিভি ভারতের ক্যামেরায় ধরা দিলেন তাঁরা ।

আরও পড়ুন : Khorkuto shooting at Kalimpong: পাহাড়ে সৌগুন, কালিম্পংয়ে শুটিং চলছে খড়কুটোর

সব রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে 'মিঠাই' । একের পর এক সপ্তাহে ছক্কা হাঁকিয়ে দৌড়চ্ছে মোদক পরিবার । মিঠাইয়ের বকবকানি, তোর্সার বদমাইশি, সিদ্ধার্থর গুরুগম্ভীর ইমেজ, রাজীবের দিনরাত শ্বশুরবাড়িতে পড়ে থাকা, পুলিশ অফিসার রুদ্র আর বসুন্ধরা- সব নিয়ে জমজমাট এই ধারাবাহিক । আজ অবধি এই ধারাবাহিক ঘিরে তেমন নেগেটিভ মন্তব্য উঠে আসেনি নেট পাড়ায় ।

আরও পড়ুন :Aayna 2021 : তেলাঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত উজ্জ্বল-বাপ্পার

Last Updated : Dec 6, 2021, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details