কলকাতা , 2 এপ্রিল :স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মোহর' ৷ এবার সেই মোহরের জায়গা নিল 'বরণ' । এতদিন রাত আটটার সময় দেখা যেত মোহরকে । এবার তার জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বরণ ।
এবার রাত আটটায় শঙ্খ ও মোহরের জায়গা নিল, তিথি ও রুদ্রিক । একেবারে নতুন একটা জুটি ৷ তিথি ও রুদ্রিকের চরিত্র অভিনয় করা ইন্দ্রানী পাল ও সুস্মিত মুখোপাধ্যায় দুজনেই এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছেন । তবে তিথি ও মোহর দুজনেরই বেশ কিছু মিল রয়ে গেছে ৷ মোহরের মতো তিথিকেও দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে । মোহরের মতো তারও স্বপ্ন নিজের পরিচয় তৈরি করা, এখানে এক অদ্ভুত সমাপতন যেই পাকেচক্রে মোহরের সঙ্গে বিয়ে হয় এমনই এক সম্পর্কে জড়াবে তিথি ও রুদ্রিক । তিথি- রুদ্রর এই নতুন জুটির রসায়ন কি হারাতে পারবে শঙ্খ মোহরকে?