কলকাতা, 14 সেপ্টেম্বর : গত বছর দুর্গাপুজোয় (Durga Puja) 'কী করে বলব তোমায়' ধারাবাহিকে সাবেকি সাজ আর নাচে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। মোনালি ঠাকুরের গানে লিপ দিয়ে নেচেছিলেন তিনি । আর তাতেই হয়েছিল বাজিমাত । এ বারও পুজোর ফ্যাশনে (Puja Fashion) শাড়িকেই (Sari) এগিয়ে রাখছেন তিনি ৷ অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, এ বছর অষ্টমীতে তিনি শাড়িই পরছেন ৷
দক্ষিণ কলকাতার একটি স্বনামধন্য বস্ত্র বিপণীতে পুজোর কেনাকাটা করতে এসেছিলেন স্বস্তিকা দত্ত । তাঁকে সেখানে পাওয়া গেল একেবারে সাদামাটা লুকে । জানতে চাওয়া হল, এ বারের পুজোয় প্ল্যান কী ? পর্দার রাধিকা বললেন, "পুজোয় কবে কী করব, তা নিয়ে আগে থেকে আমার কোনও প্ল্যান থাকে না । অষ্টমীতে যদি ভাবি নবমীতে এটা করব, তো সেটাই করে থাকি । এ রকমভাবেই চলে যায় পুজোটা । গতবারের মতো এ বারও মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব । কাছের মানুষগুলোর সঙ্গে সময় কাটাব, প্রচুর খাব । আর মা দুর্গার কাছে প্রার্থনা করব, পরের বার যেন নিশ্চিন্তে করোনামুক্ত পৃথিবীতে প্যান্ডেল হপিং করতে পারি ৷ আর যাঁরা পুজোয় বেরোতে ভয় পাচ্ছেন, আমি বলব, দরকার নেই বেরনোর । ঘরে বসেই খেয়ে দেয়ে, আড্ডা মেরে, টিভিতে ঠাকুর দেখে কাটিয়ে দিন । পুজো প্রতি বছর আসবে ৷"
আরও পড়ুন : Iman Chakraborty: জন্মদিনে পর্দা উন্মোচন ! বড়পর্দায় ডেবিউতে কোন চরিত্রে ইমন ?