কলকাতা, 9 জানুয়ারি : বেজায় ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে ৷ জোরকদমে চলছে তাঁর নতুন ধারাবাহিকের কাজ ৷ এর পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের বাংলা ওয়েব সিরিজ 'গোরা' ৷ যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল দে । ছোট হলেও গোরায় নিজের অভিনীত চরিত্রটি নিয়ে বেজায় খুশি অভিনেত্রী ৷ কোনও রাখঢাক না রেখেই ইটিভি ভারতের প্রতিনিধির কাছে মনের কথা উজাড় করলেন পায়েল (Payel De on Gora Web Series) ৷
তবে এটিই প্রথম নয় ৷ বাংলা ওয়েব সিরিজ 'ইন্দু' দিয়ে গত বছরই ওয়েব সিরিজের দুনিয়ায় পথ চলা শুরু হয় পায়েলের । আবার সেই সাহানা দত্ত'র প্রযোজনা সংস্থা 'মিসিং স্ক্রু'-র ব্যানারেই ওয়েব সিরিজে ফিরলেন তিনি । 'গোরা' তে একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা গিয়েছে পায়েলকে । সিরিজটিতে তাঁর স্ক্রিন টাইম কম হলেও চরিত্রটি রহস্যে মোড়া ৷ যাঁরা ইতিমধ্যেই 'গোরা' দেখেছেন তাঁরা জানেন পায়েল ঠিক কীভাবে ধরা দিয়েছেন সিরিজে । গোরা চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী । এছাড়াও আছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, ইশা সাহা, অভিজিৎ গুহ, পায়েল দে প্রমুখ ।
অভিনব চরিত্রে অভিনয় করে আপ্লুত পায়েল (bengali actress Payel De is satisfied with her character in Gora Web Series) । ইটিভি ভারতকে এই প্রসঙ্গে তিনি জানালেন, "গোরা ওয়েব সিরিজে ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি । কম স্ক্রিন টাইম থাকলেও আমি নিশ্চিত যে দর্শক এই চরিত্রটিকে মনে রাখবে । এরকম অবতারে এর আগে কখনও আমায় দেখা যায়নি । এরকম একটা চরিত্রে আমায় ভাবার জন্য সাহানা দত্ত এবং তাঁর প্রযোজনা সংস্থা মিসিং স্ক্রুকে অনেক ধন্যবাদ ।"
ওয়েব সিরিজের একটি দৃশ্যে পায়েল আরও পড়ুন : Swastik Sanket Release Date : সায়ন্তন ঘোষালের হাত ধরে বড়পর্দায় আসছেন নেতাজি
প্রসঙ্গত, 'দেশের মাটি' সিরিয়াল অফ-এয়ার হওয়ার পরেও বসে থাকতে হয়নি পায়েলকে । খুব শীঘ্রই আসছে নতুন ধারাবাহিক 'সোনা রোদের গান' । এই ধারাবাহিকের হাত ধরে ফের মুখ্য চরিত্রে ফিরছেন পায়েল । ঋষি কৌশিক, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতাদের দেখা যাবে এই ধারাবাহিকে । ইতিমধ্যেই সরকার নির্দেশিত করোনাবিধি মেনে শুরু হয়েছে 'সোনা রোদের গান' ধারাবাহিকের শুটিং ।