বেঙ্গল রেপরটিরর এই নতুন নাটকটি প্রথমবারের জন্য মঞ্চস্থ হবে ১৩ এপ্রিল, সন্ধে ৬:৩০টায়, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। নাটকটি শুরু হবে উপনিষদের শ্লোকে। দেখানো হবে কীভাবে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়। নাটকের মাঝে বারবার দেখা মিলবে হাতি অশ্বত্থামার, যে পাণ্ডবদের হাতে প্রাণ দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যেখানে চিরসত্যবাদী যুধিষ্ঠির বলেছিলেন, অশ্বত্থামা ইতি গজ। এবং গুরু দ্রোণাচার্য ভেবেছিলেন, তাঁর অমরপুত্র অশ্বত্থামার মৃত্যু হয়েছে যুদ্ধে। এ এক প্রতারণা ছিল পাণ্ডবদের, কৌরবদের পক্ষে থাকা দ্রোণাচার্যকে পুত্রের মৃত্যুসংবাদ দিয়ে বিব্রত করার জন্য। তারপর শোকাহত দ্রোণাচার্যকে হত্যা করে দ্রৌপদীর ভাই দৃষ্টদুম্ন।
আসছে যুদ্ধবিরধী নাটক 'অশ্বথামা' - banglanatok
কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত কৌরবপ্রধান দুর্যোধন তাঁর গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে অমর করে সমগ্র মৃত কৌরবসেনার দায়িত্ব দিয়েছিলেন। এটাই কথিত আছে মহাভারত মহাকাব্যে। বেঙ্গল রেপারটরির নতুন নাটক অশ্বত্থামায় অশ্বত্থামা কোনও মহাকাব্যের চরিত্র নয়। সে এই নাটকের মুখ্য চরিত্র। সমাজে তৈরি প্রত্যেক সৈনিককে প্রতিনিধিত্ব করে সে।
নাটকের দৃশ্য
পিতার হত্যার প্রতিশোধে তলোয়ার তুলে নেয়নি অশ্বত্থামা। বরং আরও বড় প্রতিশোধের জন্য প্রস্তুতি নিয়েছিল সে। এই নাটক সেই প্রতিশোধের কাহিনি বলবে দর্শককে। মহাকাব্যিক যুগ থেকে শুরু করে আবহমান কাল ধরে আধুনিক সময় পর্যন্ত জিঘাংসা এবং হত্যার ইতিহাস কীভাবে বারবার অন্ধ করে রেখেছে মানবতাকে, সেই যন্ত্রণার, সেই লজ্জার কাহিনি এই নাটক তুলে ধরে।
নাটকটি লিখেছেন সুমন সাহা এবং ঋক অমৃত। পরিচালনায় সুমন সাহা। অশ্বত্থামার চরিত্রে করছেন সুমন সাহা নিজেই।
Last Updated : Mar 23, 2019, 6:57 PM IST