কলকাতা, 21 অক্টোবর : সুপার সিঙ্গারের (Super Singer) মঞ্চে এই সপ্তাহে রয়েছে বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) স্পেশাল এপিসোড । তাঁর সুরারোপিত গান গাইবেন প্রতিযোগীরা ।
দিনকয়েক আগেই টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে গায়িকার ভূমিকায় তুলে ধরেছেন তিনি । তাঁর সুরসৃষ্টি নিয়ে কথা বাড়ানো অমূলক । ইন্ডাস্ট্রির বাপ্পিদাকে ঘিরে এ বার রিয়ালিটি শো-এর মঞ্চে স্পেশাল এপিসোড দেখবে সঙ্গীতরসিক দর্শক ।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার' (Super Singer)-এ থাকবে জীবন্ত কিংবদন্তির তৈরি গান এবং তাঁকে ঘিরে স্মৃতিচারণা । স্মৃতিচারণা করবেন শোয়ের বিচারক কুমার শানু (Kumar Sanu) । একদিন গানের রেকর্ডিং-এ গিয়ে কী ঘটনা ঘটেছিল, তা প্রকাশ্যে আনবেন কুমার শানু । বলবেন, আরও নানা ঘটনার কথা এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ।
আরও পড়ুন:Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?
দিনকয়েক আগে একটা ভুয়ো খবর রটেছিল । আর তাতে বেশ বিরক্তও হয়েছিলেন বাপ্পিদা । রটেছিল করোনার পরে তিনি বেজায় অসুস্থ । মারণ ভাইরাস ফুসফুসে প্রভাব ফেলায় তিনি নাকি তাঁর কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন । এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া । বিমর্ষ হয়ে পড়েন অনুরাগীরা । প্রিয় বাপ্পিদার দ্রুত আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা শুরু করেন । কিন্তু তথ্যটা ছিল একেবারেই ভুয়ো । আর তা তিনি নিজেই জানান সোশ্যাল মিডিয়ায় ।