কলকাতা : করুণাময়ী রাণী রাসমণি- ধারাবাহিকে এবার এসেছে তৃতীয় প্রজন্ম। ভূপাল, যদু, কমলা, আশালতারা ঘিরে রেখেছে রানিকে। তবে রানির জীবনে সমস্যার শেষ নেই।
'করুণাময়ী রাণী রাসমণি'-র সেটে ETV ভারত সিতারা... - Bengali Serial
এতদিন রানি রাসমণি কড়া হাতে সামলেছেন নিজের পরিবার। তবে এইবার তাঁর প্রতিপক্ষ ইংরেজরা। রানি কি ইংরেজদের হাত থেকে জেলেদের রক্ষা করতে পারবে?
!['করুণাময়ী রাণী রাসমণি'-র সেটে ETV ভারত সিতারা...](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3757733-871-3757733-1562348780553.jpg)
করুণাময়ী রাণী রাসমণি
ধারাবাহিকে দেখা যাচ্ছে ইংরেজরা জলকর ব্যবস্থা চালু করতে চলেছে। আর রানি কোনওমতেই সেটা মেনে নিচ্ছেন না। সবমিলিয়ে গল্পে এখন টানটান উত্তেজনা।
ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের সেটে। স্বয়ং রানি থুড়ি দিতিপ্রিয়ার মুখ থেকেই শুনে নিন তাঁর বক্তব্য...
দেখুন ভিডিয়ো