কলকাতা: দেবীত্ব লাভ করেছে মনসা। দীর্ঘদিনের সেই সমস্যা মিটেছে। তবে এবার ধারাবাহিকে নতুন চমক।
'মনসা' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা - Bengali Serial
'মনসা' ধারাবাহিকে শেষ হয়েছে লক্ষ্মীন্দর-বেহুলার ট্র্য়াক। গল্প এখন এগোবে দেবী মনসাকে কেন্দ্র করেই।
!['মনসা' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3558980-670-3558980-1560508968920.jpg)
মনসা
চন্দ্রদেব মারাত্মক বিপদে পড়েছে। আর সেই কারণে পৃথিবী জুড়ে অন্ধকার নেম এসেছে। এবার কী করবে মনসা আর মহাদেব? সেই নিয়েই এখন জমজমাট 'মনসা'-র গল্প।
ETV ভারত সিতারা পৌঁছে গেছিল 'মনসা' ধারাবাহিকের সেটে। দেখে নিন সেই ভিডিয়ো।
দেখুন শুটিংয়ের দৃশ্য