কলকাতা: এই সপ্তাহে 'জয়ী' ধারাবাহিকে দর্শকদের জন্য রয়েছে নতুন চমক। কারণ জয়ী ফুটবল খেলতে ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত হয়েছে। আর তাকে বিপদে ফেলতে সেই মাঠে উপস্থিত হয়ে গেছে সুকুমারও।
'জয়ী' ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা... - Joyee
নিজেকে ফুটবলের মাঠে ফিরিয়ে নিয়ে যেতে কঠিন পরিশ্রম করছে জয়ী। সে কি পারবে সুকুমার আর সমুদ্র দত্তের চক্রান্তকে ব্য়র্থ করে নিজেকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে?
জয়ী
খেলার মাঠে সুকুমারের চক্রান্ত ব্যর্থ করে দাশগুপ্ত পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে পারবে জয়ী? উত্তর জানতে ETV ভারত সিতারা পৌছে গেছিল 'জয়ী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে।
দেখে নিন ভিডিয়ো...