পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অ্যামেরিকায় বাংলার 'খেলাঘর'! - Debshankar Halder

নাট্যদল 'প্রাচ্য' এবার দেশ পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে। তাঁদের নতুন নাটক 'খেলাঘর' মঞ্চস্থ হল অ্যামেরিকার বাল্টিমোরে। মার্কিন মুলুকের দর্শককে আনন্দ দিয়ে ইতিমধ্যে দেশেও ফিরে এসেছেন 'প্রাচ্য'-এর কলাকুশলীরা।

খেলাঘর

By

Published : Jul 11, 2019, 2:49 PM IST

কলকাতা : হেনরিক ইবসেনের 'আ ডলস হাউস' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'খেলাঘর'। বর্তমান সামাজিক পরিকাঠামো ও মেন্টাল সেটআপের কথা মাথায় রেখে তৈরি হয়েছে খেলাঘর-এর চিত্রনাট্য। এবং সেই কাজটি করেছেন রতন কুমার দাস। নাটকের পরিচালক বিপ্লব বন্দোপাধ্যায়। ইবসেন সৃষ্ট আসল নাটকটিতে দেখানো হয়েছিল নোরা এবং টরওয়াল্ড হেলমারের সংসার। খেলাঘর-এ দেখা যাবে তমোনাশ আর নীরার সংসার। এখানে তমোনাশের ভূমিকায় দেবশংকর হালদার এবং নীরা হলেন চৈতি ঘোষাল। এছাড়া অঞ্জনা বসু রয়েছেন নীরার বান্ধবীর চরিত্রে।

জুলাই মাসের শুরুতেই প্রাচ্য পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাল্টিমোরের কনভেনশন সেন্টারের নির্মিতি মঞ্চে মঞ্চস্থ হয়েছে 'খেলাঘর'। জুলাই মাসের ১০ তারিখ প্রাচ্য ফিরে এসেছে ভারতে। মার্কিন মুলুক থেকে একটি মজার ভিডিয়ো ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেছেন চৈতি ঘোষাল।

চৈতি ও দেবশংকর অ্যামেরিকার রাস্তায়
ইবসেনের এই গল্পটি নিয়ে আগেও বহু নাটক মঞ্চস্থ হয়েছে নাট্যজগতে। শম্ভু মিত্র মঞ্চস্থ করেছিলেন 'পুতুলখেলা', উজ্জ্বল চট্টোপাধ্যায় মঞ্চস্থ করেছিলেন 'আমার পুতুল' এবং শ্যামালান জালান মঞ্চস্থ করেছিলেন 'গুড়িয়া ঘর'। নাটকটি আজও প্রাসঙ্গিক। আর্থিকভাবে স্বাধীন একজন স্ত্রীয়ের সঙ্গে তার স্বামীর বিবাদ এখনও এই সমাজে বর্তমান। যতই মহিলাদের আর্থিক স্বাধীনতা আসুক, সমাজের কিছু সীমাবদ্ধতা অপরিবর্তিত রয়ে গেছে। ফলে এই নাটকটি ফের একবার করার কথা ভেবেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details