অ্যামেরিকায় বাংলার 'খেলাঘর'! - Debshankar Halder
নাট্যদল 'প্রাচ্য' এবার দেশ পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে। তাঁদের নতুন নাটক 'খেলাঘর' মঞ্চস্থ হল অ্যামেরিকার বাল্টিমোরে। মার্কিন মুলুকের দর্শককে আনন্দ দিয়ে ইতিমধ্যে দেশেও ফিরে এসেছেন 'প্রাচ্য'-এর কলাকুশলীরা।
কলকাতা : হেনরিক ইবসেনের 'আ ডলস হাউস' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'খেলাঘর'। বর্তমান সামাজিক পরিকাঠামো ও মেন্টাল সেটআপের কথা মাথায় রেখে তৈরি হয়েছে খেলাঘর-এর চিত্রনাট্য। এবং সেই কাজটি করেছেন রতন কুমার দাস। নাটকের পরিচালক বিপ্লব বন্দোপাধ্যায়। ইবসেন সৃষ্ট আসল নাটকটিতে দেখানো হয়েছিল নোরা এবং টরওয়াল্ড হেলমারের সংসার। খেলাঘর-এ দেখা যাবে তমোনাশ আর নীরার সংসার। এখানে তমোনাশের ভূমিকায় দেবশংকর হালদার এবং নীরা হলেন চৈতি ঘোষাল। এছাড়া অঞ্জনা বসু রয়েছেন নীরার বান্ধবীর চরিত্রে।
জুলাই মাসের শুরুতেই প্রাচ্য পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাল্টিমোরের কনভেনশন সেন্টারের নির্মিতি মঞ্চে মঞ্চস্থ হয়েছে 'খেলাঘর'। জুলাই মাসের ১০ তারিখ প্রাচ্য ফিরে এসেছে ভারতে। মার্কিন মুলুক থেকে একটি মজার ভিডিয়ো ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করেছেন চৈতি ঘোষাল।