পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ayesha Bhattacharya in kalankini radha: কলঙ্কিনী রাধার সাহসী দৃশ্যগুলি নিয়ে অস্বস্তিতে ছিলেন আয়েষা - ওয়েব সিরিজ কলঙ্কিনী রাধা

নয়া ওয়েব ফিল্ম 'কল্পঙ্কিনী রাধা'য় (Ayesha Bhattacharya in kalankini radha) সাহসী দৃশ্যে ধরা দেবেন টেলিভিশনের অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য (Ayesha Bhattacharya news)।

Ayesha Bhattacharya doing bold scenes in web series kalankini radha
কলঙ্কিনী রাধার সাহসী দৃশ্যগুলি নিয়ে অস্বস্তিতে ছিলেন আয়েষা

By

Published : Dec 21, 2021, 4:38 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: নতুন ওটিটি প্ল্যাটফর্মে আসছে নয়া ওয়েব ফিল্ম 'কল্পঙ্কিনী রাধা' (Ayesha Bhattacharya in kalankini radha)। এই প্রথমবার কোনও বোল্ড সিনে সাহসী অভিনয় করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য (Ayesha Bhattacharya news)।

কলি যুগে রাধা ও কৃষ্ণের প্রেমের টান দেখালেন পরিচালক সত্যজিৎ দাস । সত্যজিতের কথায়, রাধা ও কৃষ্ণ শুধু ভগবান নন । এঁরা হলেন সাধারণ মানুষের অন্তরের দোসর ।

'কলঙ্কিনী রাধা' (web series kalankini radha)-তে রাধা নামে একজন পতিতা ও তার কৃষ্ণ নামে এক খদ্দেরের মধ্যে ভালোবাসা দেখানো হয়েছে । রাধাকে পতিতালয়ে বিক্রি করে দেয় তার স্বামী । কত খদ্দেরই তো আসে যায় । কিন্তু কৃষ্ণকে তার মনে ধরে । পতিতালয় থেকে বেরোতে চায় রাধা । পেশা বদলের সিদ্ধান্ত নেয় । এমনকী পালায় সে । কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, পালাতে সক্ষম হলেও এক ভয়ঙ্কর জালে সে জড়িয়ে পড়ে । কিন্তু কোন জালে জড়িয়ে পড়ল রাধা ? জানার অপেক্ষা আর মাত্র ক'দিনের । এই রাধার চরিত্রেই অভিনয় করেছেন টেলিভিশনের পরিচিত মুখ আয়েষা ভট্টাচার্য ।

আরও পড়ুন: Music guru Acharya Jayanta Bose songs: আসছে সঙ্গীতগুরু আচার্য জয়ন্ত বোসের গানের সিরিজ, হাজির ট্রেলার

কলঙ্কিনী রাধার সাহসী দৃশ্যগুলি নিয়ে অস্বস্তিতে ছিলেন আয়েষা

ইটিভি ভারতের তরফে আয়েষার কাছে জানতে চাওয়া হয়, টেলিভিশনের দৌলতে প্রতিদিন মানুষ আপনাকে বিভিন্ন চরিত্রে পায়, যেগুলোর থেকে 'কলঙ্কিনী রাধা'র রাধা অনেক আলাদা । অফার আসার পরই রাজি হয়ে গিয়েছিলেন ? প্রশ্নের জবাবে আয়েষা বলেন, "একেবারেই না । প্রথমেই ভেবেছিলাম আমি কী পারব চরিত্রটা ? পাশাপাশি এও ভেবেছিলাম, লোকে কী বলবে ? আমাকে সবাই নেগেটিভ কিংবা পজিটিভ যে কোনও রোলেই দেখে অভ্যস্ত । এই জাতীয় চরিত্রে আমাকে কেউ কখনও দেখেনি আগে । সবচেয়ে বড় কথা আমাকে ও রকম চরিত্রে দেখার পর বাবা কী বলবে ? তখন মা আমাকে সাহস দিয়ে বলল, এটাকে চরিত্র হিসেবে ভাব । আয়েষাকে ভুলে যা জাস্ট । ভেবে নে তুইই রাধা । একইভাবে সাহস দেন আমাদের পরিচালক সত্যজিৎ দাস । সত্যজিৎদা বলেন, তুমিই পারবে । তোমায় ভেবেই এই গল্পটা আমার লেখা । তুমি বৃথা টেনশন করছ । এতটা ইমেজ কনশাস হয়েও না । তুমি শুধু আমায় ভরসা কর আর দেখ যে, আমি কীভাবে শুটটা করি । তোমার একটা অন্য ইমেজ তৈরি হতে চলেছে এই চরিত্রের মাধ্যমে । ইন্ডাস্ট্রি তোমাকে এর পর অন্য ভাবে ভাববে । এরপর একটা সময়ে রাজি হই । সত্যজিৎদাকে জানাই আমি কাজটা করছি ।"

আরও পড়ুন:Actress Manosi Sengupta : বলিউডে পা মানসীর

অস্বস্তি বোধ হয়নি বোল্ড সিনে (bold scenes in kalankini radha) অভিনয় করতে ? যেহেতু এটা প্রথম পদক্ষেপ এ হেন চরিত্রে ? আয়েশার জবাব, "আমার অনেক ইফস অ্যান্ড বাটস ছিল । আমাকে বেশি টাচ করা যাবে না । বেশিক্ষণ একটা সিন করানো যাবে না । সত্যজিৎদা যে ভাবে কাজটা করিয়ে নিলেন, তাতে অস্বস্তি সে ভাবে হওয়ার সুযোগ দেননি । এডিট দেখার পর আমি তো অবাক । ভাবছিলাম, এটা আমি ! কেন অবাক হয়েছিলাম তা দেখলে বুঝতে পারবেন । আমার চরিত্রে অনেক গালাগালির ব্যবহার আছে । যেগুলোর সঙ্গে আমি অভ্যস্ত নই । মা আমাকে গ্রুম করিয়েছিল অনেক । ওরা কীভাবে কথা বলে, কী ভাবে গালাগাল দেয়, কীভাবে বসে এই সব আমায় আমার মা শিখিয়েছিল । মা নিজেও একসময় অভিনয় করত । তাই মায়ের এক্সপেরিয়েন্স আমার প্রতি মুহূর্তে কাজে লাগে । আর সিনগুলো করার সময় ভাবছিলাম আমার বাবা দেখার পর কী বলবে আমাকে ! পরিচিতরা কী বলবে ৷ আজও আমি যেমন এক্সাইটেড যে কাজটা ফাইনালি দর্শকের দরবারে আসছে তা ভেবে, একইসঙ্গে টেনশনে আছি, ভয়ে আছি মানুষ কী বলবে আমায়, কী ভাবে নেবে আমায় ! তবে ট্রেলার, টিজার দেখে বাবা বাহবা দিয়েছে । ওই জায়গায় পাশ করে গিয়েছি । বাকিটা সময় বলবে । আপনারা যাঁরা আমাদের নিয়ে লেখালিখি করেন তাঁরা বলবেন । ২৪ ডিসেম্বর থেকে স্ট্রিমিং । এটা আমার কাছে অ্যাডভানস ক্রিসমাস গিফট হতে চলেছে ।"

আয়েষার বিপরীতে কৃষ্ণ হিসেবে রয়েছেন শ্রীমন্ত চক্রবর্তী । এ ছাড়াও আছেন সাহেব হালদার, সুরজিৎ মাইতি, শার্লি পাল, অর্পিতা পাল প্রমুখ । 24 ডিসেম্বর নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'সানফিল্ম ওয়ার্ক্স'-এ স্ট্রিমিং হবে এই ফিল্মটি । পাশাপাশি দেখা যাবে এমএক্স প্লেয়ার, হাঙ্গামা প্লে-তে ।

ABOUT THE AUTHOR

...view details