কলকাতা, 15 এপ্রিল : আশা অডিয়ো নিয়ে আসছে তাদের বৈশাখী গান 'এসো বৈশাখ এসো' । গানটি লিখেছেন শোভন গঙ্গোপাধ্যায় ৷ এবং গানটির সুর করেছে এই মুহূর্তে টলিউডের বিখ্যাত মিউজিক্যাল জুটি অমিত ঈশান । ছয় জন শিল্পী মিলে গেছেন এই বৈশাখী গান । শোভন, দুর্নিবার, অমিত, ঈশান, মেখলা ও ইকশিতা এই ছয় জন শিল্পী মিলে বৈশাখকে আমন্ত্রণ জানালেন গানে গানে ।
গানটির সুরকার অমিত জানালেন, "এটা আমাদের সময়ের কথা ৷ আমরা সব বন্ধুরা মিলে এই গানটা তৈরি করেছি ৷" এই গানের লেখক শোভন গঙ্গোপাধ্যায়ের কথায়, "এক সঙ্গে এতজন শিল্পী মিলে বৈশাখী গান গাওয়া এই প্রথম ৷ আমাদের আগে কেউ এমন কাজ করেছে বলে আমার মনে হয় না ৷"